Skip to content

রাজৌরিতে সেনা-জঙ্গি গুলির লড়াই, নিহত ৫ ভারতীয় জওয়ান

রাজৌরিতে সেনা-জঙ্গি গুলির লড়াই, নিহত ৫ ভারতীয় জওয়ান

নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনা-জঙ্গি গুলির লড়াই। গুলির লড়াইয়ে নিহত ৫ ভারতীয় জওয়ান। রাজৌরির কান্দি ফরেস্টে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি। তল্লাশির সময় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে ৫ জওয়ানের মৃত্যু। আহত জওয়ানদের ভর্তি করা হয়েছে উধমপুরের কমান্ড হাসপাতালে।

নিহত ৫ ভারতীয় জওয়ান: সূত্র মারফত জানা যায়, রাজৌরির কান্দি এলাকায় জঙ্গি আনাগোনা রয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এদিন সকালে টোটা গালি এলাকায় সেনাবাহিনীর একটি ট্রাকে হামলার ঘটনায় জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়। জঙ্গিদের খোঁজে সেনার একটি দল গুহায় প্রবেশ করে। সঙ্গে সঙ্গে জঙ্গিরা বিস্ফোরক ছুড়ে মারে। শুরু হয় দুপক্ষের গুলির লড়াই। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই সেনার। বাকিদের গুরুতর অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। সেনার তরফে জানানো হয়েছে, আহত তিন সেনার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।      

বারামুলায় সংঘর্ষ:
নিরাপত্তা বাহিনীর (Security Forces) সঙ্গে সংঘর্ষে জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) বারামুলায় নিহত ২ জঙ্গি (Terrorists Killed)। বৃহস্পতিবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তাদের সঙ্গে তীব্র গুলির লড়াইয়ে মারা যায় ২ জঙ্গি। ঘটনাস্থল থেকে AK 47 রাইফেল এবং একটি পিস্তল উদ্ধার হয়েছে। এর আগে, গত কাল কুপওয়াড়ায় সেনা-জঙ্গি সংঘর্ষে ২ জঙ্গির প্রাণ যায়। বৃহস্পতিবার খুব ভোরে বারামুলার ওয়ানিগাম পায়িন ক্রিরি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয় জঙ্গিদের। সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, বিশেষ সূত্রে খবর পেয়ে ওই এলাকায় কর্ডন অ্যান্ড সার্চ অভিযান শুরু করেছিল নিরাপত্তা বাহিনী। হঠাতই গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা, দাবি নিরাপত্তা বাহিনীর। কাশ্মীর জোন পুলিশ ট্য়ুইট করে গোটা ঘটনার কথা জানায়। সঙ্গে এও জানানো হয়, নিহত দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে। পরে কাশ্মীর পুলিশের এডিজি, বিজয় কুমার বলেন, ‘শাকির মাজিদ নাজার এবং হানান আহমেদ শেহ নামে লস্কর-ই-তৈবা-র দুই সদস্য মারা গিয়েছে। দু’জনেই শো

িয়ান জেলার বাসিন্দা।’ 

দিন সকালে বারামুলায় সেনা-জঙ্গি সংঘর্ষ হয়েছে। সেদিনই কাশ্মীর উপত্যকায় ভেঙে পড়ল অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ধ্রুব (Advanced Light Helicopter Dhruv)। কাশ্মীরের কিস্তওয়ার জেলায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ২ বিমানকর্মী জখম হয়েছেন। মারা গিয়েছেন একজন বিমানকর্মী। সেনার তরফে জানানো হয়েছে, এদিন ‘Hard Landing’- করতে হয় ওই কপ্টারটিকে। গত দুই মাসে এই নিয়ে তিন নম্বর ALH Dhruv দুর্ঘটনাগ্রস্ত হল।

 

আরও পড়ুন: Health Tips: গরমে ভোগাচ্ছে আর্থারাইটিস? সঠিক পানীয়ে মিলবে সুরাহা

বার্তা সূত্র