Skip to content

রাঙামাটিতে ব্যতিক্রমী কন্যা শিশু দিবস উদযাপন

রাঙামাটিতে ব্যতিক্রমী কন্যা শিশু দিবস উদযাপন

রাঙামাটিতে শিশু র‍্যালী, পথ নাটক, নারী সমাবেশসহ ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে।

শনিবার দিবসটি উপলক্ষে কন্যা শিশুরা নিজেদের তৈরি কাগজের বিভিন্ন রঙের ফুল হাতে নিয়ে অন্যায় অত্যাচারের প্রতিবাদে একটি র‍্যালি বের করে। র‍্যালিটি উত্তর কুদুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে মহাপুর্নম উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে চাকমা রাণী কালিন্দীর সাহসিকতা ও সুশাসন নিয়ে পথ নাটক ছাড়াও নৃত্যু অনুষ্ঠান, দালাল, প্রতিক্রয়াশীল ও ধর্ষকদের কুশপুত্তলিকা দাহ করা হয়। সমাবেশে পাঁচ শতাধিক নারী ও শিশু কন্যা অংশ নেয়। 

কতুকছড়ির মহাপুর্নম উচ্চ বিদ্যালয়ের সামনে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের যৌথ উদ্যোগে সমাবেশে বক্তব্যে দেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি রিনিসা চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা, সাধারণ সম্পাদক রিতা চাকমা প্রমুখ। 

নেত্রীরা অভিযোগ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে আজ কন্যা শিশু ও নারীদের কোনো নিরাপত্তা নেই। নিজ ঘরে, শিক্ষাপ্রতিষ্ঠানে, বাজারে, পথে-ঘাটে ধর্ষণ, লাঞ্ছনা-বঞ্চনার শিকার হচ্ছে। শাসকগোষ্ঠীর নিপীড়নের ফলে তারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে না। পাহাড়ি জনগণের ওপর প্রতিনিয়ত নিপীড়ন নির্যাতন চালিয়ে তাদের বেঁচে থাকার ন্যুনতম অধিকারটুকু কেড়ে নেওয়া হচ্ছে। এ দুঃশাসনের বিরুদ্ধে নারী সমাজকে রুখে দাঁড়াতে হবে। নেত্রীরা পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের কন্যা শিশু ও নারীদের সুরক্ষা, নিরাপত্তা ও নির্বিঘ্নে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। 

চাকমা রাণী কালিন্দীর বীরত্বের কথা তুলে ধরে নেত্রীরা বলেন, রাণী কালিন্দী ব্রিটিশ উপনেবিশক শাসকদের বিরুদ্ধে রাজ্য শাসন করেছিলেন। ব্রিটিশ শাসক ক্যাপ্টেন লুইন ক্ষমতার দাপট দেখাতে গিয়ে রাণীর হাতে অপদস্ত হয়েছিলেন। নারী হয়েও তিনি প্রায় দেড় যুগ রাজ্যে শাসন করেছিলেন। 

বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের নারী সমাজের মধ্যে অনুপ্রেরণাকারী চাকমা রাণী কালিন্দী। নারী সমাজের অধিকার প্রতিষ্ঠার লক্ষে তার মতো রাজপথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে এগিয়ে আসতে হবে। 

পাহাড়ী জনগণের ওপর দমন-পীড়ন বন্ধ না হলে নারী সমাজকে সংগঠিত করে প্রতিরোধ গড়ে তোলার হুমকি ও পাহাড়ী নারী ধর্ষণকারীদের বিচারের দাবি জানান বক্তারা



বার্তা সূত্র