Skip to content

যেভাবে দেখা যাবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

বাংলাদেশ দল। ছবি : বিসিবি

“>বাংলাদেশ দল। ছবি : বিসিবি

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মঙ্গলবার (৯ মে) আয়ার‍ল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের সুপার লিগের ম্যাচটি সম্প্রচার নিয়ে বেশ অনিশ্চিয়তা সৃষ্টি হয়। অবশেষে সব অনিশ্চিতা কেটে যায়। জানা যায়, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ডিজিটাল প্ল্যাটফর্ম আইসিসি টিভিতেই দেখা যাবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ।  

নিজেদের ব্যক্তিগত ইমেইল আইডির মাধ্যমে আইসিসি ফ্যান অ্যাকাউন্ট খুলে তিন ম্যাচের এই সিরিজ দেখতে পারবেন যে কোনো দর্শক। এরই মধ্যে আইসিসি টিভির হোম পেইজের সূচিতে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের এই সূচি প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশে কোনো টিভিতে খেলাটি দেখা না গেলেও আয়ারল্যান্ডে দেখা যাবে প্রিমিয়ার স্পোর্টসে। এ ছাড়া উত্তর আমেরিকায় দেখা যাবে সিরিজটি দেখা যাবে উইলো টিভিতে। ভারতেও সিরিজটি দেখার ব্যবস্থা রয়েছে। ভারতের দর্শকরা সিরিজটি দেখতে পারবে ফ্যানকোডের মাধ্যমে।

সূচি অনুসারে চেমসফোর্ডে আজ বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সিরিজের বাকি দুই ম্যাচ ১২ ও ১৪ মে।

এবারের সিরিজটা অন্য যেকোনো সিরিজ থেকে বাংলাদেশের জন্য বেশি চ্যালেঞ্জিং। কারণ এই প্রথম এতো কম প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হচ্ছে তামিমের দলকে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনেকটা আগেই ইংল্যান্ড গিয়েছিল বাংলাদেশ। তাতে অবশ্য খুব বেশি লাভ হয়নি। কারণ টানা বৃষ্টির কারণে প্রস্তুতি ম্যাচের পাশাপাশি পণ্ড হয়েছে বেশকটি অনুশীলন সেশন।

আজ ম্যাচেও এক্স ফ্যাক্টর হতে পারে ইংল্যান্ডের বৈরি আবহাওয়া। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেলে। ইংল্যান্ডের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রথম ম্যাচে বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। এতোটাই বৃষ্টি হতে পারে যে, ম্যাচও পরিত্যক্ত হয়ে যেতে পারে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে বৃষ্টি শুরু হয়ে সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বাড়ার আভাস দিয়ে রাখল ইংল্যান্ডের আবহাওয়া অধিদপ্তর। তাই ম্যাচ মাঠে গড়ানো নিয়ে জেগেছে শঙ্কা। তবে শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় কি না সেটা সময় বলে দেবে।বার্তা সূত্র