Thursday, February 13, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

যুবদল নেতার মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্পের কমান্ডার প্রত্যাহারঃ আইএসপিআর

কুমিল্লায় এক যুবদল নেতার মৃত্যুর ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, শুক্রবার ভোরে যৌথবাহিনীর হাতে আটক তৌহিদুর রহমানের মৃত্যুর পর সেনা ক্যাম্পের এক কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক এ ঘটনা তদন্তে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে।”

এতে আরও বলা হয়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তৌহিদুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, “তদন্তে দোষী সাব্যস্ত হলে দায়ীদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কুমিল্লায় গভীর রাতে বাড়ি থেকে যৌথ বাহিনীর হাতে আটক মো. তৌহিদুল ইসলাম (৪০) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। নির্যাতনে ওই নেতা মারা গেছেন বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। নিহতের শরীরে নির্যাতনের চিহ্ন থাকার কথা জানিয়েছেন চিকিৎসক।

তৌহিদুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।

এই ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির শীর্ষ নেতা রুহুল কবির রিজভি বলেন, “ড. মুহম্মদ ইউনূসের আমলে কেন এমন ঘটনা ঘটবে?”

–ভয়েজ অব আমেরিকা

পাঠক প্রিয়