যুক্তরাষ্ট্রের নব নিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নিউ মেক্সিকোর সানল্যান্ড পার্কে সীমান্ত এলাকায় সেনা সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫।
হেগসেথের সঙ্গে ছিলেন হোয়াইট হাউসের সীমান্ত বিষয়ক বিশেষ প্রতিনিধি টম হোম্যান। সীমান্তের কার্যকর নিয়ন্ত্রণ অর্জনের দায়িত্বে থাকা সেনাদের সঙ্গে সাক্ষাৎ করলেন উভয় কর্মকর্তা।
হেগসেথ টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেছেন, এটি দক্ষিণ সীমান্তে সংকল্প এবং সহযোগিতার একটি নতুন যুগের সূচনা এবং প্রতিরক্ষা দপ্তর এর অংশ হতে পেরে গর্বিত।
তিনি দৃঢ়ভাবে বলেছেন যে তারা এই সীমান্তের নিয়ন্ত্রণ নেবেন।
ট্রাম্প একাধিকবার তার অভিবাসন এজেন্ডা বাস্তবায়নে সামরিক বাহিনীর সাহায্য নেওয়ার কথা বলেছেন, যার মধ্যে রয়েছে সীমান্তে অতিরিক্ত সেনা পাঠানো, অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠাতে সামরিক বিমান ব্যবহার করা এবং তাদের রাখার জন্য সামরিক ঘাঁটি উন্মুক্ত করা ।