Skip to content

যুক্তরাষ্ট্র ও মিশর সফর সেরে দেশে ফিরে মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক ভারতের প্রধানমন্ত্রীর মোদীর

যুক্তরাষ্ট্র ও মিশর সফর সেরে দেশে ফিরে মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক ভারতের প্রধানমন্ত্রীর মোদীর

যুক্তরাষ্ট্র ও মিশর-এ ছয়দিনের সফর শেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ২৬ জুন সকালে রাজধানী দিল্লি ফিরেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি। ছিলেন দিল্লির কয়েকজন সাংসদ।

প্রধানমন্ত্রী বিমান থেকে নেমেই নাড্ডার কাছে জানতে চান, “দেশ কেমন চলছে? কেমন চলছে বিজেপির জনসংযোগ যাত্রা?” নাড্ডা জানান, “দেশ একেবারে স্বাভাবিক। আর বিজেপির কর্মসূচি পরিকল্পনামতো খুব ভালই চলছে। নেতা-মন্ত্রীরা রাজ্যে রাজ্যে যাচ্ছেন।” প্রধানমন্ত্রী বিমানবন্দরে কিছু সময় কাটিয়ে বাসভবনে যান। সেখানেই জানিয়ে দেন দুপুরে তিনি কয়েকজন মন্ত্রীর সঙ্গে কথা বলতে চান।

সেই মতো প্রধানমন্ত্রীর অফিসে বৈঠক হয়। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, পেট্রোলিয়ামমন্ত্রী হরদীর পুরি প্রমুখ।

সরকারি সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রীকে মূলত মণিপুর পরিস্থিতি বর্ণনা করেছেন। বিস্তারিত জানিয়েছেন মণিপুর নিয়ে সর্বদলীয় বৈঠক সম্পর্কে। রবিবার ২৫ জুন রাতে দিল্লিতে তলব করা হয়েছিল মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহকে। রাতেই তিনি ইম্ফলে ফিরে যান। সর্বদলীয় বৈঠকে একাধিক দল বীরেনের অপসারণ দাবি করেছে। এই দাবি উঠেছে বিজেপির অন্দরেও। দিল্লিতে অবস্থানরত বিজেপির নয় জন বিধায়ক প্রধানমন্ত্রীকে তাঁর সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন।

আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের মূল্য কিছুটা কমে যাওয়ায় দেশে জ্বালানির দাম কমবে বলে পেট্রেলিয়ামমন্ত্রী ক’দিন আগে আশ্বাস দিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রধানমন্ত্রী সেই বিষয়ে আলোচনার জন্যই পুরিকে বৈঠকে তলব করেছিলেন।

সরকারি সূত্রে খবর, মঙ্গলবার ২৭ জুন প্রধানমন্ত্রীর বেশ কিছু কর্মসূচি রয়েছে। তারমধ্যে অন্যতম হল মধ্যপ্রদেশ সফর। মঙ্গলবারই প্রধানমন্ত্রী আরও পাঁচটি নতুন বন্দে ভারত ট্রেনের সূচনা করবেন।

সূত্র: ভয়েজ অব আমেরিকা