Monday, February 17, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে উদার হওয়ার ঘোষণা বাইডেনের

 

যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে আরো উদার হওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা গ্রহণের পর নতুন পররাষ্ট্রনীতি ঘোষণা করেন বাইডেন। এ সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে বন্ধ হয়ে যাওয়া ‘রিফিউজি অ্যাডমিশন প্রোগ্রাম’ পুনরায় চালুর ঘোষণা দেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তার সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এবং নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্রনীতি ঘোষণা করেন বাইডেন। বক্তব্যের শুরুতেই বলেন, যুক্তরাষ্ট্র ফিরেছে। পররাষ্ট্রনীতিও ফিরেছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে বন্ধ হয়ে যাওয়া ‘রিফিউজি অ্যাডমিশন প্রোগ্রাম’ পুনরায় চালুর ঘোষণা দেন বাইডেন।

মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের তীব্র সমালোচনা করে দেশটিতে আটক রাজনৈতিক নেতাদের মুক্তির পাশাপাশি সামরিক জান্তাকে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান বাইডেন। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সৌদি জোটকে সামরিক সহায়তা বন্ধের ঘোষণাও দেন তিনি।
ট্রাম্প প্রশাসনের আমলে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়া চীনের সঙ্গে বৈরিতা ভুলে নতুন সম্পর্ক স্থাপনের কথা জানান বাইডেন। এ ছাড়া রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সাই নাভালনির অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান নতুন এ মার্কিন প্রেসিডেন্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠক প্রিয়