Sunday, January 19, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার ক্যাপিটল হিলে সম্মানিত

ছবিতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনের রোটান্ডায় জাতীয় পতাকায় মোড়ানো সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫।

মঙ্গলবার, ৭ জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট কার্টারের মরদেহ ওয়াশিংটনে পৌঁছেছে। তিন দিনের সরকারি শোক অনুষ্ঠানসূচির অংশ হিসেবে, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি অন্ত্যেষ্টিক্রিয়ার আগে তার মরদেহ ক্যাপিটলে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে।

ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস, সেনেটের মেজরিটি লিডার জন থুন ও হাউস স্পিকার মাইক জনসন কার্টারের ধর্ম, সামরিক বাহিনীতে দায়িত্ব পালন এবং সেবামূলক কর্মকাণ্ডের জন্য শ্রদ্ধা নিবেদন করেন, এবং হ্যাবিট্যাট ফর হিউম্যানিটির মাধ্যমে মানুষের জন্য আবাসন নির্মাণে তার সরাসরি অবদানের কথাও উল্লেখ করেন তারা।

জিমি কার্টার ছিলেন যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট। তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের উত্তরসূরি রিপাবলিকান প্রেসিডেন্ট-নির্বাচিত ডনাল্ড ট্রাম্পের শপথগ্রহণের প্রস্তুতির প্রায় কাছাকাছি সময়ে হতে চলেছে।

ওয়াশিংটনে নিরাপত্তা স্বাভাবিকের চেয়ে বেশি বাড়ানো হয়েছে। ক্যাপিটল ভবন, যেখানে কার্টারের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে, তা ট্রাম্পের ২০ জানুয়ারির শপথগ্রহণের আগে কয়েক মাইল দীর্ঘ বেড়া দিয়ে ঘেরা রয়েছে।

কার্টার ২০ জানুয়ারী, ১৯৭৭-এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেন এবং চার বছর তিনি দায়িত্ব পালন করেন।⁣ মৃত্যুকালে তার বয়স ছিল ১০০ বছর।


–ভয়েজ অব আমেরিকা

পাঠক প্রিয়