ছবিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্যারিসে সাক্ষাৎ করতে দেখা যাচ্ছে। মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫।
ভ্যান্স এবং মোদী ফ্রান্সের রাজধানীতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এক সম্মেলনের ফাঁকে একে অপরের সঙ্গে দেখা করলেন।
বাণিজ্যের ক্ষেত্রে ভারতকে আগে ট্রাম্প ‘অত্যন্ত বড় অপব্যবহারকারী’ বলে চিহ্নিত করেছিলেন। তবে, ভারত দীর্ঘদিন ধরেই তার অর্থনীতি উন্মুক্ত করার প্রতিশ্রুতি তুলে ধরতে আগ্রহী। এই সপ্তাহে দুই দিনের যুক্তরাষ্ট্র সফরে মোদী সেই বার্তাকেই আরও জোরালোভাবে তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।
সরকারী কর্মকর্তারা জানিয়েছেন, দেশীয় উৎপাদন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে ভারত বিদ্যুৎ, চিকিৎসা ও সার্জিক্যাল সরঞ্জাম এবং রাসায়নিক পণ্যের মত অন্তত এক ডজন খাতে শুল্ক কমানোর কথা বিবেচনা করছে যাতে যুক্তরাষ্ট্রের রপ্তানি বৃদ্ধি পায়।
মোদী যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি ও প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি বাড়ানোর প্রস্তাবও দিতে পারেন।