Thursday, February 13, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা মন্ত্রী দ্রুততা এবং জবাবদিহিতার প্রতিশ্রুতি দিলেন

যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনে প্রবেশের আগেই সেনা বাহিনীতে আরও পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিলেন।

সাবেক সেনা সদস্য এবং ফক্স টিভির সাবেক সঞ্চালক হেগসেথকে পেন্টাগনে প্রবেশের আগে জয়েন্ট চীফস অফ স্টাফ-এর চেয়ারম্যান জেনারেল চার্লস ব্রাউন স্বাগত জানান।

হেগসেথ বলেন, প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে কাজ করা তার সারা জীবনের সৌভাগ্য। তিনি সাংবাদিকদের বলেন, প্রতিরক্ষা বিভাগ আরও দ্রুত কাজ করবে।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আইনসংগত আদেশ কোনো অজুহাত ছাড়া প্রতিরক্ষা বিভাগ দ্রুত সম্পন্ন করবে” এবং”আমরা সবাইকে জবাবদিহিতার আওতায় রাখবো।”

হেগসেথ সেনেটে ৫১-৫০ ভোটে অনুমোদন পান। ভোটের টাই ভাঙতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভোট প্রয়োজন হয়।

হেগসেথ সোমবার সাংবাদিকদের বলেন, “আমরা আমাদের মিত্রদের সবচেয়ে ভাল বন্ধু এবং যারা আমাদের পরীক্ষা করতে চায়, তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হবো”।

তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য ইসরায়েলের আদলে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ, বৈচিত্র্য, সাম্য, অন্তর্ভুক্তি বিষয়ক পেন্টাগনের সব উদ্যোগ বাতিল, কোভিড টিকা নিতে অস্বীকৃতি জানানোর কারণে যেসব সেনা চাকুরি হারিয়েছিলেন, তাদের ফিরিয়ে আনাসহ আরও কিছু নির্বাহী আদেশে সোমবার সই করবেন।

তিনি বলেন, দেশের দক্ষিণের সীমান্ত রক্ষা করতে ট্রাম্পের যা কিছু প্রয়োজন, পেন্টাগন তা নিশ্চিৎ করবে।

২০২১ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের আগে যেসব আফগান সহযোগিতা করেছেন, তাদের ভাগ্য সম্পর্কে প্রশ্ন করা হলে হেগসেথ বলেন, “আফগানিস্তানে যা ঘটেছে তার জবাবদিহিতা আমরা নিশ্চিৎ করবো এবং আমরা আমাদের মিত্রদের পাশে আছি”।

–ভয়েজ অব আমেরিকা

পাঠক প্রিয়