Skip to content

‘মোদী সাহাব’কে বিশেষ অনুরোধ জানাতে চান শাহিদ আফ্রিদি, ভারত-পাক ক্রিকেট সম্পর্কের বরফ গলবে?

মোদী দরবার আফ্রিদির

মোদী দরবার আফ্রিদির

দোহায় লেজেন্ডস লিগ ক্রিকেট খেলার ফাঁকে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি বলেছেন, যাতে দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাবিক হয় সেজন্য আমি মোদী সাহাব (নরেন্দ্র মোদী)-কে অনুরোধ করব। বিসিসিআইকে শক্তিশালী বোর্ড হিসেবে মেনে নিয়েও আফ্রিদি বলেন, বিসিসিআইয়ের শত্রু না বাড়িয়ে বন্ধুত্ব বাড়ানোয় বেশি জোর দেওয়া উচিত। উল্লেখ্য, বিসিসিআই সচিব জয় শাহ ইতিমধ্যেই জানিয়েছেন, এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে যাবে না।

দশ বছর ধরে হয়নি দ্বিপাক্ষিক সিরিজ

দশ বছর ধরে হয়নি দ্বিপাক্ষিক সিরিজ

উল্লেখ্য, ২০১২ সালের ডিসেম্বরে ভারতে এসে পাকিস্তান দুটি টি ২০ আন্তর্জাতিক খেলেছিল। তারপর হয়েছিল তিন ম্যাচের একদিনের সিরিজ। টি ২০ সিরিজটি ড্র হয়েছিল। একদিনের সিরিজ জিতেছিল পাকিস্তান। ২০১৩ সালের গোড়ায় এ দেশ থেকে শেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলে ফেরার পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আর আসেনি পাকিস্তান। ২০০৬ সালে পাকিস্তানে গিয়েছিল ভারত। সেবার পাঁচ ম্যাচের একদিনের সিরিজ ৪-১ ব্যবধানে জিতে ফেরে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন দল।

এশিয়া কাপ ও বিশ্বকাপ খেলা নিয়ে চাপানউতোর

এশিয়া কাপ ও বিশ্বকাপ খেলা নিয়ে চাপানউতোর

২০১৬ সালের টি ২০ বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান। যদিও এবার এশিয়া কাপ খেলতে ভারত যদি পাকিস্তানে না যায়, তাহলে ভারতেও দল না পাঠানোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও সমাধানসূত্র বের করতে বরফ গলানোর জন্য আলোচনা চলছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে। তৎপর রয়েছে আইসিসিও। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মনোভাব জানার অপেক্ষায় রয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর তা স্পষ্ট করেছেন।

বরফ গলবে?

বরফ গলবে?

আফ্রিদির কথায়, যদি কেউ বন্ধু বিচ্ছেদ চায় বা কথা বলতে না চায় তাহলে আমাদের কিছু করার নেই। কিন্তু বিসিসিআই যেহেতু শক্তিধর বোর্ড, তাদের দায়বদ্ধতাও রয়েছে। শত্রু না বাড়িয়ে বন্ধু বাড়াও। যত বন্ধু বাড়বে তত বেশি শক্তি বাড়বে। যদিও তার এই বক্তব্যে পিসিবিকে দুর্বল যে তিনি বলতে চাননি তা স্পষ্ট করেছেন আফ্রিদি। আফ্রিদি বলেন, ভারতীয় দলের অনেক বন্ধুর সঙ্গে দেখা হলে অনেক কথা হয়। সম্প্রতি সুরেশ রায়নার কাছে একটি ব্যাট চাইলে তিনি তা আমাকে দিয়েছেন। এই পরিস্থিতিতে দেখার এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্তের আগে আফ্রিদি ভারতের প্রধামন্ত্রীর দ্বারস্থ হন কিনা।

সংবাদ সূত্র