Skip to content

মোদী সরকারের ৯ বছর: কেন্দ্রের উদ্দেশ্যে ৯টি গুরুতর প্রশ্ন তুলে বিজেপিকে চাপে ফেললো কংগ্রেস

মোদী সরকারের ৯ বছর: কেন্দ্রের উদ্দেশ্যে ৯টি গুরুতর প্রশ্ন তুলে বিজেপিকে চাপে ফেললো কংগ্রেস

২০১৪ সালের ২৬ মে প্রধানমন্ত্রী হিসাবে প্রথম শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। এরপর, ২০১৯ সালের ৩০ মে, প্রধানমন্ত্রী হিসাবে দ্বিতীয়বার শপথ নেন তিনি। সেই হিসাবে, গত ২৬ মে, ন’বছর পূর্ণ করেছে কেন্দ্রের মোদী সরকার। আর, এই ন’বছরকে দেশের অগ্রগতির ঐতিহাসিক পর্ব বলে দাবি করেছে বিজেপি। 

গত সপ্তাহে এক সাক্ষাৎকারে বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেন, ‘একটা পঙ্গু দেশকে সচল করেছেন মোদী। পরিকাঠামো উন্নয়ন, সড়ক সম্প্রসারণ, অর্থনৈতিক বৃদ্ধি—সব দিক থেকেই এই ন’বছর দেশের জন্য ঐতিহাসিক।’

বিজেপি’র এই দাবির পাল্টা দিয়েছে কংগ্রেস। দেশের মানুষের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ক্ষমা’ চাওয়া উচিত বলে দাবি করেছে কংগ্রেস। একই সঙ্গে মোদীর ৯ বছরের রাজত্বকাল নিয়ে ৯টি গুরুতর প্রশ্নও তুলেছে খাড়গের দল। 

কী কী প্রশ্ন করা হয়েছে মোদীর উদ্দেশ্যে?

১. অর্থনীতি: ভারতে বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি কেন দিনের পর দিন বেড়েই চলেছে? কেন ধনীরা আরও ধনী হচ্ছেন আর গরিব কেন আরও গরিব হয়ে পড়ছেন? দেশের সম্পদ কেন প্রধানমন্ত্রী মোদীর বন্ধুর কাছে জলের দরে বেচে দেওয়া হচ্ছে? দেশে অর্থনৈতিক বৈষম্য বেড়ে যাচ্ছে কেন?

২. কৃষি ও কৃষক: ৩ টি কালা কৃষি আইন বাতিলের সময় কৃষকদের সঙ্গে হওয়া চুক্তিকে সম্মান জানানো হলো না কেন? কেন MSP-র আইনি বৈধতা দেওয়া হলো না? গত ৯ বছরে কৃষকের আয় দ্বিগুণ হলো না কেন?

৩. দুর্নীতি এবং নীরবতা: মানুষের কষ্টার্জিত অর্থের সঞ্চয়ে গড়ে ওঠা জীবন বিমা এবং স্টেট ব্যাঙ্কের অর্থ কেন বন্ধু আদানির সংস্থায় লগ্নি করা হচ্ছে? চোরেদের দেশ থেকে পালানোর সুযোগ করে দেওয়া হলো কেন? বিজেপি শাসিত রাজ্যগুলিতে ব্যাপক দুর্নীতি হলেও আপনি নীরব কেন? কেন আপনি ভারতীয়দের কষ্ট পেতে দিচ্ছেন?

৪. চীন ও জাতীয় নিরাপত্তা: ২০২০ সালে চীনকে আপনার ক্লিন চিট দেওয়ার পরেও কেন তারা ভারতীয় ভূখণ্ড দখল করে চলেছে? চীনের সাথে ১৮ বার বৈঠক হয়েছে, তবুও কেন তারা ভারতীয় ভূখণ্ড দিতে অস্বীকার করে, এর পরিবর্তে তাঁরা আক্রমণাত্মক কৌশল চালিয়ে যাচ্ছে?

৫. সম্প্রীতি: কেন আপনি ইচ্ছাকৃতভাবে নির্বাচনী লাভের জন্য ঘৃণার রাজনীতি এবং সমাজে ভয়ের পরিবেশ তৈরি করছেন?

সংবাদ সূত্র