মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসকে উদ্দেশ করে মুন্সীগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লবের উসকানিমূলক সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। শ্রীনগর-সিরাজদীখান ও লৌহজং উপজেলা শাখার আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শ্রীনগর প্রেস ক্লাব-সংলগ্ন ঢাকা-দোহার সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়। এতে তিন উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন ।
এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গত ২৯ সেপ্টেম্বর কেক কাটা অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসকে উদ্দেশ করে মালাউন, চাঁড়াল, চামার, মুনাফিক বলে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব, যা সাম্প্রদায়িক উসকানিমূলক বলে আমরা মনে করি। আমরা এ বক্তব্যের তীব্র নিন্দা জানাই। তার এ বক্তব্য প্রত্যাহারের দাবি জানাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুব ঐক্যবিষয়ক সম্পাদক বলরাম বাহাদুর, শ্রীনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন মোদক, শ্রীনগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন রায়, সাধারণ সম্পাদক তাপস দাস, সিরাজদীখান হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন রাজবংশী ও সিরাজদীখান পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জ্ঞানদীপ।
গত ২ অক্টোবর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এ বক্তব্যের প্রতিবাদে নিন্দা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেয়। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আজ শুক্রবার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সারা দেশে একযোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে।