Skip to content

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধীদের বিষয়ে সজাগ থাকুন: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধীদের বিষয়ে সজাগ থাকুন: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধীরা যাতে রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে, সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ ‘৭১-এর ষষ্ঠ জাতীয় কাউন্সিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

সারাদেশের মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানে যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতা ও উন্নয়নে মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। তিনি বলেন, “দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করলেও, স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র থামেনি। তারা এখনো সক্রিয়।”

১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের দাবি তোলায় সেক্টর কমান্ডার ফোরামের ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই দাবি আদায়ে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, “পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় মিত্রদের দ্বারা একাত্তরে সংঘটিত গণহত্যা, ধর্ষণ, মানবতাবিরোধী অপরাধের আন্তর্জাতিক স্বীকৃতির দাবি হচ্ছে ন্যায়বিচার ও মানবাধিকারের দাবি। ঐক্যবদ্ধভাবে এ দাবি বাস্তবায়ন করতে হবে।”

তিনি জোর দিয়ে বলেন, “মুক্তিযুদ্ধ বিরোধীরা যত বাধাই সৃষ্টি করুক, আমরা তাদের প্রতিহত করবো। কৃষক, শ্রমিক ও যুবকদের যুদ্ধক্ষেত্রে উপযোগী করে গড়ে তোলার জন্য সেক্টর কমান্ডারস ফোরামের অনেক অবদান রয়েছে বল উল্লেখ করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে দেশের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত করতে কাজ করার আহ্বান জানান তিনি।

বঙ্গবন্ধুকে হত্যার পর বঙ্গবন্ধুর খুনিরা এবং মুক্তিযুদ্ধে পরাজিত বাহিনী সংবিধানের মূল চেতনাকে ধ্বংস করেছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, “বাংলাদেশ এখন আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। গত ১৫ বছরে মুক্তিযুদ্ধের চেতনা প্রখর হয়েছে। এই সরকার জনগণের সরকার। এর সব কর্মকাণ্ড জনবান্ধব।”

অনুষ্ঠানে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি বিষয়ে সেক্টর কমান্ডারস ফোরাম কর্তৃক প্রকাশিত ‘জেনোসাইড ৭১’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।

সূত্র: ভয়েজ অব আমেরিকা