Skip to content

মিয়া সম্প্রদায় নিয়ে বিতর্কিত মন্তব্য, অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে FIR দায়ের

মিয়া সম্প্রদায় নিয়ে বিতর্কিত মন্তব্য, অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে FIR দায়ের
মিয়া সম্প্রদায় নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। আর এই বিতর্কের মধ্যে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে দায়ের করা হল অভিযোগ। নগাঁও সদর থানায় অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। সোমবার এই অভিযোগ দায়ের করা হয়েছে অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদের তরফে।

আগের দিনেই অসমের মিয়া সম্প্রদায়ের উল্লেখ করে তাঁদের খাদ্যাভ্যাস সহ বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তারপরেই তাঁর ওই মন্তব্য ঘিরে শুরু হয়ে যায় বিতর্ক। অসমের মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যর তীব্র সমালোচনা করেন বদরুদ্দিন আজমল, AIMIM প্রধান আসাউদ্দিন ওয়াসিরা।

Owaisi Himanta Biswa Sarma : ‘এমনকি যখন মহিষ…’, হিমন্ত বিশ্ব শর্মার ‘মিয়া’ মন্তব্যে কটাক্ষ ওয়াইসির
এদিকে, অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদের দাবি, বদরুদ্দিন আজমলের সঙ্গে গোপন সমঝোতা আছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর। তাঁরা সাম্প্রদায়িকতা এবং স্বজনপ্রীতির অভিযোগও করেছে। এরই সঙ্গে গোপন জোট এবং অগ্রাধিকারমূলক আচরণের দাবির কথাও বলেছে ওই সংগঠন। ওই মন্তব্য করার পিছনে অসমের মুখ্যমন্ত্রীর কী উদ্দেশ্য আছে তাও জানাতে চাইছে এই সংগঠন।

অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদ এবং বিভিন্ন সংগঠনের দাবি, এমনিতে UCC নিয়ে বিতর্ক দানা বাঁধছে। তার ওপর মিয়া সম্প্রদায় নিয়ে অসমের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য সামাজিক সম্প্রীতি নষ্ট করবে। তিনি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টি করতেই এই রকম মন্তব্য করেছেন। অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদ জানিয়েছে, যদি সেখানে সেখানের মিয়া সম্প্রদায়ের জনগণকে বহিষ্কার করার হুমকি দেওয়া হয় এবং সেখানেই ঐক্য নষ্ট করার চেষ্টা করা হয় তাহলে তারা বড় ধরনের আন্দোলন শুরু করবে।

Himanta Biswa Sarma : ‘পালানোর চেষ্টা করলে বুলেটের মুখে পড়তে হবে’, হুঁশিয়ারি অসমের মুখ্যমন্ত্রীর
অসমের মুখ্যমন্ত্রী ওই মন্তব্যর প্রতিবাদ জানিয়েছে সংখ্যালঘু সংঘর্ষ সমিতি। এমনকী মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যে অসন্তোষ প্রকাশ করে করেছেন সংখ্যালঘু সংগঠনগুলি।
অসমের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যর প্রতিবাদ জানিয়েছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং PDP দলের সভাপতি মেহেবুবা মুফতিও। তাঁর দাবি, এই রকম মন্তব্য করার জন্য বিচার বিভাগের উচিত হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সুয়ো-মোটো নোটিশ জারি করা।

Badruddin Ajmal On UCC : ‘UCC চালু হলে আমি শাড়ি পরে ঘুরে বেড়াব…’, বিস্ফোরক দাবি আজমলের
প্রসঙ্গত, হিমন্ত মন্তব্য করেন যে বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধির জন্য দায়ী মুসলিম সম্প্রদায়ের লোকজন। মুফতির দাবি, বেকারি এবং দ্রব্যমূল্য বৃদ্ধি রুখতে ব্যর্থ BJP। তাই এই রকম মন্তব্য করেছেন অসমের মুখ্যমন্ত্রী। অসমের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে গ্রামের দিকে সব্জির দাম বেশি নয়। কিন্তু মিয়া বিক্রেতারা দাম বেশি নিচ্ছে।

বার্তা সূত্র