বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলার খইয়াছড়া ইউনিয়নে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বড়তাকিয়া রেল স্টেশন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করেন ইউনিয়ন ছাত্রশিবির কর্মী সামিরুল ইসলাম।
এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াতে ইসলামী ও শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে প্রবেশ করেন।
আয়োজিত সাধারণ সভায় এলাকার শিক্ষানুরাগী সমাজসেবক মাওলানা ফরিদ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী। সভায় খইয়াছড়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের জামায়াতের সভাপতি মোবারক হোসাইন ও ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আরিফ হোসাইনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবীর, অর্থ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, খইয়াছড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ একরামুল হক, সহ-সভাপতি মো. খুরশেদ আলম, সেক্রেটারি মো. রাকিবুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মো. মামুনুর রশিদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন, জামায়াতে ইসলামী এখন সাধারণ জনতার একমাত্র ভরসার জায়গা। জনগণের কাছে পরিষ্কার জামায়াতে ইসলামী হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যাদের মধ্যে নেই কোনো জুলুম, চাঁদাবাজি, নেই দখলদারিত্ব। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এদেশের মানুষ নিরাপদে থাকবে মানুষ এটি বুঝতে শুরু করেছে। মানুষ তাদের হারিয়ে যাওয়া নায্য অধিকার ফিরে পাবে। জনসাধারণের ভাগ্যের পরিবর্তন ঘটবে।