Skip to content

মিথ্যা গুজবের জবাবে ডিবির যুগ্ম কমিশনার- ‘হিন্দুদের দিয়ে হেফাজত নেতাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে না’

লন্ডন থেকে ওলামা দলের এক নেতা হেফাজত নেতাদের পক্ষে মিথ্যা প্রোপাগান্ডা (গুজব)   তৈরি করছেন বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম। তিনি বলেন, “হেফাজতের নেতাদের এখানে নাকি হিন্দু লোকজন জিজ্ঞাসাবাদ করছেন। কোরআন নাকি ফেলে দেওয়া হয়েছে টয়লেটে। মামুনুল হককে নাকি মারধর করা হচ্ছে— ইত্যাদি বিভিন্ন অপপ্রচার হচ্ছে। এই মিথ্যা অপপ্রচার তাদের কৌশলেরই অংশ।”

শনিবার (২৪ এপ্রিল) মাহবুব আলম তার কার্যালয়ে হেফাজতে ইসলামের নেতাদের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ সম্পর্কে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন।যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম বলেন, “দেশেও জামায়াত শিবিরের সঙ্গে জড়িত অনেকেই এটা করছেন যারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন।”

যুগ্ম কমিশনার আরো বলেন, “জিজ্ঞাসাবাদের জন্য কোরআন হাদিস বোঝেন, জানেন এমন তদন্ত কর্মকর্তাদের নিয়ে তিনটি দল গঠন করে দেওয়া হয়েছে। তদন্তে মূলত নাশকতার মূল উদ্দেশ্য কী, কারা করছে, কেন করছে, তা জানার চেষ্টা করা হচ্ছে।”

সম্প্রতি হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী সরকারের কাছে অনুরোধ করে বলেন, “রমজান মাসে রিমান্ডে নেওয়া আলেম-ওলামাদেরকে বিধর্মী এবং অবিশ্বাসীদের দিয়ে জিজ্ঞাসাবাদ করাবেন না।”

এদিকে হেফাজতের বিরুদ্ধে সাম্প্রতিক নাশকতায় ১২টি মামলা এবং ২০১৩ সালে শাপলা চত্বরের ঘটনায় হওয়া ৫৩টিসহ মোট ৬৫টি মামলার তদন্ত করছে ডিবি।

ইতিমধ্যে বেশ কয়েক জন্য শীর্ষস্থানীয় হেফাজত নেতা গ্রেপ্তার হয়েছেন।এসব নেতার প্রায় সবাই ২০১৩ সালে সহিংসতার ঘটনায় কোনো না কোনো মামলার আসামি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে গত ২৬ থেকে ২৮ মার্চ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার মামলায়ও অনেকে আসামি। ওই তিন দিনের সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে ৭৭টি মামলা হয়েছে। তাতে আসামি ৪৯ হাজারের বেশি।