Monday, February 17, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রীর বাবা ঢাকায় পুলিশ হেফাজতে

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার বাবা ওলিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

শনিবার রাত সাড়ে ১০টায় তাকে ঢাকার ডিবি পুলিশের একটি টিম জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নিয়ে যায়।

জান্নাত আরা ঝর্ণার বাবা ওলিয়ার রহমান একজন বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সেনাসদস্য। তিনি আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সদ্য বহিষ্কৃত সভাপতি।

ঝর্ণার মা শিরিনা বেগম বলেন, রাতে ওসি সাহেব ও পুলিশের লোকজন এসে উনাকে নিয়ে গেছেন। তবে কোনো কারণ জানাননি।

গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান বলেন, শনিবার রাত সাড়ে ৯টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমাকে ফোনে জানান, উনার সঙ্গে ওলিয়ার রহমানের বাড়িতে যেতে হবে। কিন্তু পরে তিনি আর আমাকে নেননি। এর থেকে বেশি কিছু জানি না।

আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান  বলেন, ঢাকা থেকে ডিবি পুলিশের একটি টিম ওলিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের সঙ্গে নিয়ে গেছেন। আমরা শুধু তাদের সহায়তা করেছি।

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল বিকালে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠক প্রিয়