ছবির উৎস, বিবিসি বাংলা
যুগান্তরে বলা হয়েছে শিল্প প্রতিমন্ত্রী বলেছেন, অর্থনীতি ও বাজার- এ দুই জায়গায়ই তৈরি হয়েছে অসাধু ব্যবসায়ীদের শক্তিশালী সিন্ডিকেট।
যার কারণে ক্ষুদ্র উদ্যোক্তারা ঝরে পড়ছে এবং পণ্যের মূল্য বেড়ে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। মানুষ বাজার করতে গিয়ে এখন কাঁদছে।
এই সিন্ডিকেট ধরতে না পারলে এবং ভাঙতে না পারলে আমাদের মতো মন্ত্রীদের দায়িত্বে থাকা উচিত না। শুধু তাই নয়, আমলারা যা বলেন, মন্ত্রীদের সেটাই করতে হয়। মন্ত্রী দুর্বল আর সচিব সবল হলে সেখানে মন্ত্রীর কোনো ভূমিকা থাকে না।
বৃহস্পতিবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সম্মেলন কক্ষে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খবরে বলা হয়েছে সরকার নির্ধারিত দামে প্যাকেটজাত চিনি পেতে হলে এক কেজি গুঁড়োদুধ অথবা ২৪ কেজির আটার বস্তা কিনতে হবে বলে শর্ত জুড়ে দিচ্ছে কোম্পানিগুলো আর এ শর্ত না মানলে ক্রেতাকে ১৩০ টাকা কেজি দরে চিনি কিনতে হবে। যদিও সরকার প্যাকেটজাত চিনির দাম নির্ধারণ করে দিয়েছে ১২৫ টাকা।
এদিকে কাঁচা বাজারে ধনেপাতার সঙ্গেও শর্ত জুড়ে দিচ্ছেন বিক্রেতারা। ধনেপাতার দাম অত্যধিক বেড়ে যাওয়ায় ধনেপাতা পেতে হলে ভোক্তাকে অন্তত তিন ধরনের সবজির ক্রয়ের শর্ত মানতে হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে এই অদ্ভুত চিত্র চোখে পড়ে বলে খবরে বলা হয়।
বলা হয় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, হিসাবনিকাশ করেই চিনির দাম নির্ধারণ করে দিয়েছে ট্যারিফ কমিশন। এখন যদি বাজারে অতিরিক্ত দামে বিক্রি হয়, তাহলে আগামী সপ্তাহ থেকেই অ্যাকশনে যাবো।
গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সমস্যা হচ্ছে, আমরা খুব বেশি চাপ দিলে বাজার থেকে পণ্য সরে যায়। তখন একটা উভয় সংকটের মধ্যে পড়ে যাই।
ছবির উৎস, বিবিসি বাংলা
প্রবল শক্তিতে আসছে মোকা-ঘূর্ণিঝড় নিয়ে সমকাল এমন শিরোনাম করেছে। খবরে বলা হয় ধীরে ধীরে বাংলাদেশ ও মিয়ানমার উপকূলের দিকে এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়।
এটি মোকাবেলায় উপকূলজুড়ে বড় প্রস্তুতি নেয়া হয়েছে, বেশি ঝুঁকিতে সেন্টমার্টিন ও রোহিঙ্গা ক্যাম্প। ঘূর্ণিঝড়টি রোববার দুপুরের মধ্যে আঘাত হানতে পারে বাংলাদেশে। তবে ধীরগতির কারণে শক্তি সঞ্চয় বা ক্ষয় হতে পারে।
Country braces for Cyclone Mocha—নিউ এজের শিরোনাম। বলা হয়েছে উপকূলজুড়ে ৪৫০০টি আশ্রয়স্থল প্রস্তুত রাখা হয়েছে। সেন্ট মার্টিনের অধিবাসীদের হোটেলে সরিয়ে নেয়া হবে বলে খবরে বলা হয়।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঘূর্ণিঝড়ে পরিণত ‘মোখা’ ঘণ্টায় আট কিলোমিটার গতিতে এগোচ্ছে। সন্ধ্যার দিকে এর গতি বেড়ে ১১০ কিলোমিটার হয়।
রোববার সন্ধ্যার পর এটি বাংলাদেশ-মিয়ানমারের উপকূল অতিক্রম করতে পারে। উপকূলে আঘাত হানার সময়ে এর সর্বোচ্চ গতিবেগ ১৫০ কিলোমিটার হতে পারে বলে খবরে বলা হচ্ছে।
অনিয়ম করে কন্যাদের নিয়োগ দিলেন দুই ভিসি-সমকালের প্রধান শিরোনাম। বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে রীতিমতো তেলেসমাতি কাণ্ড ঘটিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের দুই উপাচার্য। পরস্পরের কন্যাকে প্রভাষক পদে নিয়োগ দিয়েছেন তাঁরা।
আর তা করতে গিয়ে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া একাধিক যোগ্য প্রার্থীকে অবলীলায় বাদ দিয়েছেন। তুলনামূলক কম যোগ্যতার প্রার্থী হলেও দুই কন্যার নিয়োগ নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ইউজিসি বলছে শিক্ষা মন্ত্রণালয় চাইলে খতিয়ে দেখতে পারে।
পাকিস্তানে নতুন নাটকীয়তা শিরোনামে বাংলাদেশ প্রতিদিনের অন্যতম প্রধান খবর। বলা হচ্ছে ইমরান খানের গ্রেফতার অবৈধ, হাইকোর্টে হাজিরের নির্দেশ।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই-প্রধান ইমরান খানকে গ্রেফতার বেআইনি ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাঁকে শুক্রবার ফের ইসলামাবাদ হাই কোর্টে হাজির হওয়ারও নির্দেশ দিয়েছেন।
ইমরান খানকে পুলিশ লাইনস গেস্টহাউসে রাখা হবে। তবে তাঁকে বন্দি হিসেবে গণ্য করা হবে না। তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামাবাদ পুলিশপ্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবরে প্রকাশ পেয়েছে।
ছবির উৎস, বিবিসি বাংলা
Imran Khan’s arrest unlawful-PAK SC – ইংরেজি দৈনিক ডেইলি সানের প্রধান শিরোনাম এটি। এএফপির বরাত দিয়ে খবরে বলা হয়েছে পাকিস্তানের সুপ্রীম কোর্ট বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারকে অবৈধ ঘোষণা করেছে।
গতকাল যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেইজে এক পোস্টে এমনটি বলা হয়। রাষ্ট্রদূত পিটার হাস গত বুধবার ‘মায়ের ডাক’ এর সাথে তার বৈঠকের সমাপ্তি টেনেছেন। জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে মায়ের ডাক গঠিত হয়েছে।
ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর-বণিক বার্তার প্রথম পাতার খবরে বলা হচ্ছে ঢাকায় শুরু হচ্ছে আজ দুদিনব্যাপী ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্স। সম্মেলনে যোগ দিতে গতকাল বিকালে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
A conservative budget for next fiscal year ডেইলি স্টারের শিরোনাম। খবরে বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামনে অর্থবছরে নির্বাচন সামনে রেখে একটু রক্ষণশীল বাজেট দেয়ার কথা বলেছেন। বুধবার গণভবনে প্রধানমন্ত্রীর সামনে অর্থ বিভাগ বাজেট পরিকল্পনা উপস্থাপন করলে এমন কথা বলেন প্রধানমন্ত্রী।
মন্ত্রী আমলাদের অহেতুক বিদেশ সফর নয় – বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার আরেকটি খবর। ২০২৩-২৪ অর্থবছরের জন্য ২ লাখ ৬৩ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে সরকার।
শেরেবাংলা নগরে এনইসি সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও কৃচ্ছ্রসাধন করতে বলেছেন। তিনি বলেন, ব্যয় বন্ধ হলে অর্থনীতি অচল হয়ে যাবে।
ডিজিটাল হুন্ডিতেই প্রবাসী আয়ে ধস – ইত্তেফাকের আরেকটি প্রধান খবর। বলা হয় প্রতি বছর ঈদের আগে প্রবাসী আয়ের নতুন নতুন রেকর্ড হলেও এ বছর ধস নেমেছিল এই খাতে। বৈশ্বিক সংকট মিলিয়ে গত কয়েক বছরের মধ্যে এবারই সবচেয়ে খারাপ সময় গেছে।
গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, এ সময়ে প্রবাসী আয় অন্তত ১৭ শতাংশ কমে যাওয়ার পেছনে মূলত ডিজিটাল হুন্ডিই দায়ী। ডিজিটাল হুন্ডির সঙ্গে জড়িত প্রায় ৬ হাজার মোবাইল ব্যাংকিংয়ের হিসাবের বিরুদ্ধে বর্তমানে তদন্ত চলছে।
ছবির উৎস, বিবিসি বাংলা
ঢাকায় কাল বড় শোডাউনের প্রস্তুতি বিএনপির – নয়া দিগন্তের প্রথম পাতার এই খবরে বলা হয়েছে শনিবার রাজধানী ঢাকার সমাবেশে ব্যাপক সমাগম ঘটানোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দেশজুড়ে নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ ও ১০ দফা দাবিতে বেলা আড়াইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির ব্যানারে এ সমাবেশ হবে।
এবার সৌদি যাচ্ছে বিমানের শত কর্মী, ব্যয় নয় কোটি টাকা। প্রথম আলোর খবরে বলা হয়েছে হজ উপলক্ষে সৌদি আরব যাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০০ জন কর্মকর্তা কর্মচারী। তাঁরা প্রত্যেকে গড়ে ৩৭দিন করে সেদেশে অবস্থান করবেন।
এত টাকা ব্যয়ে এই বিপুলসংখ্যক কর্মী সৌদি পাঠানো নিয়ে প্রশ্ন উঠেছে। কর্তৃপক্ষের দাবী তাঁরা বিমানের ফ্লাইটসূচী ঠিক রাখা যাত্রীদের মালামাল ও হুইলচেয়ার ব্যবস্থাপনা, টিকিট পরিবর্তনসহ নানা কাজ করবেন।
খবরে বলা হয় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের মধ্যে মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তমসহ তিন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা হয়েছে প্রায় পাঁচ দশক পর।
সে সময় হত্যাকাণ্ডের শিকার কর্নেল নাজমুল হুদা বীর বিক্রমের মেয়ে সংসদ সদস্য নাহিদ ইজাহার খান বুধবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় বলেছেন, সেই সময়ের সেনাপ্রধান জিয়াউর রহমান এবং জাসদ নেতা অবসরপ্রাপ্ত কর্নেল আবু তাহেরের নির্দেশে ২০-২৫ জন সেনা কর্মকর্তা ও সৈনিকের একটি দল নাজমুল হুদাসহ তিন সেনা কর্মকর্তাকে হত্যা করে।
অন্যান্য খবর
লোডশেডিংয়ে নাকাল গ্রাম – বাংলাদেশ প্রতিদিনের এমন শিরোনামের খবরে বিস্তারিত বলা হচ্ছে এবার ঈদের আগে সেচ মৌসুম ও রমজান মাসকে গুরুত্ব দিয়ে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হয়।
কিন্তু এর পরও ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় গ্রাহকদের পোহাতে হয় চরম লোডশেডিং ভোগান্তি। ঈদের ছুটিতে ভোগান্তি সামান্য কমলেও ছুটি শেষ হতেই আবারও ভয়াবহ রূপ নেয় লোডশেডিং। একদিকে তীব্র তাপপ্রবাহ, অন্যদিকে বিদ্যুতের আসা-যাওয়ায় গ্রামাঞ্চলের মানুষের এখন নাকাল দশা। দিনে-রাতে গ্রামাঞ্চলে এলাকাভেদে ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে।
552 died in 526 road accidents in April – ডেইলি সানের আরেকটি শিরোনাম। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে বলা হয়েছে গত এপ্রিলে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৫৫২ জন মারা গিয়েছেন আর অন্তত ৮৫২ জন আহত হয়েছেন। যার মধ্যে মোটরসাইকেল দূর্ঘটনায় মারা যান ২৩১ জন। এর বাইরে রেল দুর্ঘটনায় আরো ৩৪ জন প্রাণ হারিয়েছেন গত মাসে।
কালো কোট ঐচ্ছিক করার দাবি আইনজীবিদের-দেশ রুপান্তরের খবর। তীব্র দাবদাহে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। এর প্রভাব পড়েছে আদালতেও। প্রতি বছরই গরমের শুরুতে আইনজীবীদের ড্রেস কোড পরিবর্তনে দাবি তোলেন আইনজীবীরা।
এবার এ দাবি উঠেছে জোরেশোরে। গতকাল বৃহস্পতিবার ঢাকার আদালত এলাকায় শফিউল আলম আলাউদ্দিন (৪৪) নামে এক আইনজীবীর মৃত্যুর খবর এসেছে। চিকিৎসকের বরাতে আইনজীবীরা বলছেন, প্রচ- গরমে তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এর আগেও বিভিন্ন সময়ে গরমে আইনজীবীদের অসুস্থ হওয়া এবং মৃত্যুর খবর এসেছে। এমন পরিস্থিতির জন্য বিরূপ এ আবহাওয়ায় আইনজীবীদের কালো কোট ও গাউন পরিধানের বাধ্যবাধকতা অনেকাংশে দায়ী বলে মনে করেন আইনজীবীরা।
Carbon tax coming for 2nd car-দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এমন শিরোনাম করেছে। খবরে বলা হয় ট্র্যাফিক জ্যাম ও কার্বন নির্গমন কমানোর বিষয়টি মাথায় রেখে গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতে সরকার আগামী অর্থবছরে প্রথমবারের মতো কার্বন ট্যাক্স যুক্ত করতে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায় যারা একের অধিক ব্যক্তিগত কার ব্যবহার করছেন তারা ২৫ হাজার থেকে ২ লাখ টাকার একটা অতিরিক্ত ট্যাক্স দেবেন।