Skip to content

‘মানুষের জীবনমান উন্নতের সুযোগ করে দিচ্ছে সরকার’

‘মানুষের জীবনমান উন্নতের সুযোগ করে দিচ্ছে সরকার’

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করে বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মানুষকে মানুষ হিসেবে বিবেচনায় নিয়েই তাদের জীবনমান উন্নত করার সুযোগ করে দিচ্ছে আওয়ামী লীগ সরকার।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গণভবন শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণভবনের খোলা মাঠে প্যান্ডেলে প্রধানমন্ত্রী এই শুভেচ্ছা বিনিময় করেন।

বৈশ্বিক পরিস্থিতির কারণে মুল্যস্ফীতির মধ্যেও সরকার জনগণের সেবা করে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সবসসময় এটাই চাই, আমাদের দেশ এগিয়ে যাবে। এই দেশের উন্নয়ন আমরা করে যাচ্ছি। আমি যে ঘর দিচ্ছি সেখানে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জাতীয় পার্টি করে- সেটা তো আমরা দেখি না। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধ- সেটা তো আমরা দেখি না। আমরা দেখি মানুষ। মানুষের ঘর নাই, বাড়ি নাই- তাকে আমরা ঘর করে দিচ্ছি। মানুষকে মানুষ হিসেবে বিবেচনায় নিয়েই তাদের জীবনমান উন্নত করার সুযোগ আওয়ামী লীগ সরকার করে দিচ্ছে।’

আওয়ামী লীগ সরকারের টানা মেয়াদে প্রতি ঘরে বিদ্যুৎ ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশটাকে উন্নত করাই তো আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’ এ সময় তিনি একটু দেরি করে আসায় দুঃখ প্রকাশ করে বলেন, ‘একটু কাজ ছিল, মিটিংও ছিল। বিদেশি অতিথিও ছিল। ওইগুলো করতে করতে একটু সময় গেছে। তারপরও আপনারা কষ্ট করে সবাই এসেছেন। গণভবনের মাটিকে ধন্য করেছেন, আমাদের ধন্য করেছেন।’

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, ‘বাংলাদেশ এগিয়ে যাবে। এই বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হবে। ২০০৮ সালের নির্বাচনে বলেছিলাম, ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ করেছি। ২০৪১ সালের মধ্যে হবে স্মার্ট বাংলাদেশ।’

স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভিত্তিগুলোর প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করে বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলব।’

সারাবাংলা/এনআর/পিটিএমবার্তা সূত্র