ইন্দ্রজিৎ রুজ, বোলপুর : ডাইনি অপবাদে ৩ বছর ধরে গ্রামছাড়া ৩ টি পরিবারের ১২ জন। দখল হয়ে গিয়েছে গ্রামের বাড়ির সামগ্রী থেকে শুরু করে গবাদিপশু। একাধিকবার প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত ভাবে অভিযোগ করেও কোনও ফল হয়নি৷ ওই পরিবারকে ঘরে ফেরাতে ব্যর্থ পুলিশ বলেই অভিযোগ। কখনও রাস্তায়, কখনও বাসস্ট্যান্ডে, কখনও বাড়ি। এভাবেই ঘুরে ঘুরে দিন কাটছে ‘ডাইনি’ সন্দেহে গ্রামছাড়া আদিবাসী পরিবারের৷ বোলপুর থানার সিয়ান-মুলুক গ্রাম পঞ্চায়েতের আদিবাসী প্রধান মণিকুণ্ডুডাঙা গ্রামের ঘটনা।
বছর তিন আগে এই গ্রামে পাগল কুকুরের কামড়ে মৃত্যু হয় এক যুবকের৷ এছাড়া, আরও বেশ কয়েকজনকে কামড়ায় কুকুর৷ এই ঘটনায় সন্দেহের তির যায় গ্রামের ৩ টি পরিবারের দিকে। জানা গিয়েছে, গ্রামেই বসে সালিশি সভা৷ সেই সভার নিদান অনুযায়ী ৩ টি পরিবারের ১২ জন সদস্যকে গ্রামছাড়া করে দেওয়া হয়৷ লুঠপাট করে নেওয়া হয় ঘরের যাবতীয় সামগ্রী৷ এমনকি, গৃহপালিত গরু, ছাগলও নিয়ে নেওয়া হয়৷ অভিযোগ, প্রায় তিন বছর ধরে নিজেদের কন্য ও পুত্র সন্তানদের নিয়ে বোলপুর শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তাঁরা৷ কখনও বাসস্ট্যান্ডে শেডে, কখনও ফুটপাতে, কখনও বা কারও বাড়িতে আশ্রয় নিয়ে দিন কাটছে তাঁদের৷ মাথা গোঁজার ঠাঁই যেখানে সেখানে। সন্তানদের পড়াশোনা করানো কথা আসেই না৷ তাই স্বাভাবিকভাবেই ৩ বছর ধরে বিদ্যালয়ের মুখ দেখেনি এই ৩ পরিবারের সন্তানরা৷
গ্রামে ফিরতে চেয়ে ৩ বছর ধরে একাধিকবার বীরভূম জেলাশাসক থেকে শুরু করে জেলা পুলিশ সুপার, বোলপুর মহকুমা শাসক, বোলপুরের এসডিপিও, বোলপুর থানাকে লিখিত ভাবে জানিয়েছেন তাঁরা৷ সদ্য তফশিলিজাতি ও উপজাতির অধিকার সংক্রান্ত একটি সংগঠনের সহযোগিতা গ্রামছাড়া পরিবারগুলি বীরভূম জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন৷ তাদের দ্রুত গ্রামে ফেরানোর আশ্বাস দিয়েছে পুলিশ৷
তবে পুলিশের ব্যর্থতাতেই ৩ বছর ধরে গ্রামছাড়া বলেই অভিযোগ। তাদের এক সদস্য বলেন, “সবাইকে জানিয়েছি। কোনও ফল হয়নি৷ ছেলেমেয়ে গুলোকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি৷ স্কুল যাওয়া ভুলেই গিয়েছে৷ পুলিশ কিছুই করছে না।”
তফশিলি জাতি-উপজাতি যুগ্ম মঞ্চের পক্ষে বৈদ্যনাথ সাহা বলেন, “প্রশাসনকে বহুবার জানিয়েও কাজ হয়নি৷ এদিন এসডিপিওকেও সব জানালাম। এরা রাস্তায় রাস্তায় ঘুরছে। আমাদের দাবি যতদিন না পুলিশ বা প্রশাসন তাদের গ্রামে ফেরাতে পারছে ততদিন ওদের থাকার ব্যবস্থা করুক সরকার।”
আপনার শহর থেকে (বীরভূম)
Published by:Arpita Roy Chowdhury
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।