Skip to content

মহারাষ্ট্রের নান্দেদে আম্বেদকরের জন্মদিন পালন করায় খুন দলিত ব্যক্তি

https://asiabarta.com/wp-content/uploads/2023/01/রবিনা-ট্যান্ডন-থেকে-জাকির-হুসেন-পদ্মসম্মানে-ভূষিত-হলেন-একাধিক-বিনোদন.png
Published by:
https://asiabarta.com/wp-content/uploads/2023/01/রবিনা-ট্যান্ডন-থেকে-জাকির-হুসেন-পদ্মসম্মানে-ভূষিত-হলেন-একাধিক-বিনোদন.png

Mahabub Molla


4th June 2023 10:55 am | Last Update 4th June 2023 11:58 am

নিজস্ব প্রতিনিধি: তিনি ভারতের সংবিধানের প্রধান কারিগর। দেশে দলিতদের উপর দুর্বিষহ অত্যাচার জীবনজুড়ে উপলব্ধি করেছিলেন দেশের ‘সংবিধানের জনক’ হিসাবে পরিচিত বাবাসাহেব আম্বেদকর। সমাজে উচ্চবর্ণের মানুষের অত্যাচারে একসময় বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তিনি। এবার তাঁর জন্মদিন পালন করায় এক দলিত যুবককে খুনের অভিযোগ উঠল মহারাষ্ট্রের নান্দেদে।

শনিবার পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্রের নান্দেদ (Nanded) জেলায় ডক্টর বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী উদযাপন করার জন্য ২৪ বছর বয়সী এক দলিত যুবককে খুনের অভিযোগে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। নান্দেদ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার বনধার হাভেলি (Bondhar Haveli) গ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম অক্ষয় ভালেরাও (Akshay Bhalerao)। বৃহস্পতিবার সন্ধ্যায় বনধার হাভেলি গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। উচ্চবর্ণের লোকজন বিয়ে উদযাপন করছিলেন হাতে তরোয়াল নিয়ে। সেই সময় পাশ দিয়ে যাচ্ছিলেন অক্ষয় এবং তাঁর ভাই আকাশ।

সেই সময় অভিযুক্তদের মধ্যে একজন বলে ওঠে, ‘গ্রামে ভীম জয়ন্তী পালনের জন্য এদেরকে হত্যা করা উচিত।’ উচ্চবর্ণের লোকজন এমন কথা বলায়, অক্ষয় ও তাঁর ভাই প্রতিবাদ করেন। কিছুক্ষণ বাকবিতণ্ডা চলার পর আচমকা অভিযুক্তরা ধারালো তলোয়ার দিয়ে অক্ষয়কে কোপাতে শুরু করে। তাঁর ভাইকেও মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অক্ষয় ভালেরাওকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তদন্তে নেমে ইতিমধ্যে সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।

More News:

বার্তা সূত্র