West Bengal
oi-Sanjay Ghoshal
বাংলায় হিংসাশ্রয়ী পঞ্চায়েত নির্বাচন শেষ হল। তারপরও অবশ্য খামতি নেই সন্ত্রাসে। ভোট পরবর্তী সন্ত্রাস চলছেই। বাংলার পঞ্চায়েত নির্বাচন কেড়ে নিয়েছে ৩৫ জনের প্রাণ। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী সময় মতো এসে পৌঁছয়নি। এলেও তা ব্যবহার করা হয়নি।
কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই নাটক আসলে মোদী-মমতার সেটিং তত্ত্বকেই ফরে একবার সামনে এনে দিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর অভিযোগ, তৃণমূল ও বিজেপি সেটিং করে পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী পাঠায়নি। বাংলার পঞ্চায়েতে রক্ত ঝরেছে, তার নেপথ্যে রয়েছে তৃণমূল ও বিজেপির সেটি।

পঞ্চায়েতের একটা আসনে হারলে আপনার গদি টলে যেত না, মমতাকে বার্তা অধীরের
অধীর চৌধুরীর অভিযোগ, সেটিং না থাকলে ভোটের দিন ১২টার পর কেন্দ্রীয় বাহিনী আসে। আসলে তৃণমূলের সঙ্গে দিল্লির বিজেপির সেটিং রয়েছে। মোদী-দিদি সেটিংয়ের জন্যই রাজ্যের পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী আসেনি। আর এ রাজ্যে বিজেপি লড়ে মরছে তৃণমূলের বিরুদ্ধে।
অধীর চৌধুরী বলেন, রাজ্যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে চলেছে, আর তাদের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সেটিং করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ফলে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী সময়মতো পাঠানো হল না। রাজ্যে হিংসাশ্রয়ী ভোট হয়ে গেল। প্রাণ গেল সাধারণ মানুষের।
অধীর বলে, আমি এই সেটিংয়ের কথা আগে থেকে বলে এসেছি। এখন সেটা প্রমাণিত হয়ে গেল কেন্দ্রীয় বাহিনী পাঠানো নিয়ে। আদালতের নির্দেশের পরও পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী এল না। পঞ্চায়েত ভোট বেশিরভাগ ক্ষেত্রেই হল রাজ্য পুলিশ আর সিভিক পুলিশদের দিয়ে।
অধীর আরও বলেন, শুধু কেন্দ্রীয় বাহিনী নিয়েই নাটক করেনি রাজ্য। এখানে ব্যালট বক্স নিয়ে একপ্রস্থ নাটক হয়েছে। ভোটের আগে ব্যালট বক্স খোলা হয়েছে। সেখানে ভুয়া ব্যালট পেপার ভরে দিয়ে তারপর ভোটকেন্দ্রে ব্যবহার করা হয়েছে। এই নকল ব্যালটের কথা আমি আগেই বলেছি।

Who Is You?: শুভেন্দু অধিকারীর ভুল ধরাল তৃণমূল! কুণাল ও চন্দ্রিমা দিলেন কোন খোঁচা?
অধীরের কথায়, ওরা পঞ্চায়েতে জিতবেই। সে কথা আগেই ফলাও করে বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, বিরোধীরা জিতলেও তারা তৃণমূলে চলে আসবেন। আসলে যে করেই হোক বিরোধী শূন্য পঞ্চায়েত গড়তে চান তিনি। তার জন্য সোজা পথে হলে ভালো তা না হলে সন্ত্রাস করে জিতবেন তিনি।
এখানে উল্লেখ্য, পঞ্চায়েত ভোটে লাগামছাড়া সন্ত্রাস দেখেছে বাংলা। সবথেকে সন্ত্রস্ত ভোট হয়েছে মুর্শিদাবাদে। ভোটের দিনেই চার জনের মৃত্যু হয়েছে। বোমাবাজি, মারধর, হিংসা তো লেগেই ছিল। মুর্শিদাবাদের নওদার গঙ্গাধারী গ্রামে বোমার আঘাতে নিহত কংগ্রেস কর্মী লিয়াকতের বাড়িতে গিয়ে অধীর চৌধুরী এইসব তত্ত্ব তুলে ধরেন।
Oneindia এর ব্রেকিং নিউজের জন্য . সারাদিন ব্যাপী চটজলদপান.
Allow Notifications
You have already subscribed
English summary
Adhir Chowdhury alleges Modi and Mamata settings over central force in Panchayat Election
Story first published: Sunday, July 9, 2023, 20:00 [IST]