Skip to content

মধুপুরে গারো সম্প্রদায়ের আবিমা ফেস্টিভ্যাল  উদ্যাপিত

মধুপুরে গারো সম্প্রদায়ের আবিমা ফেস্টিভ্যাল  উদ্যাপিত

টাঙ্গাইলের মধুপুরের মোমিনপুরে আবিমা ফেস্টিভ্যাল পালিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী টাঙ্গাইলের মধুপুর উপজেলার মোমিনপুর গ্রামে আবিমা অঞ্চলের সবচেয়ে বর্ণিল, মনোমুগ্ধকর আবিমা ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। 
আবিমা ফেস্টিভাল ‘শিকড়ের খোঁজে, প্রজন্মের মেলবন্ধন’ স্লেøাগানে মধুপুর বনাঞ্চলে বসবাসরত গারো সম্প্রদায়ের লোকেরা এ উৎসব পালন করে। সকাল ১০টায় আবিমা  ফেস্টিভ্যাল অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সাংস্কৃতিক উৎসব উদ্যাপন উপলক্ষে গারো সম্প্রদায়ের ছেলেমেয়েরা বিচিত্র পোশাক ও পাখির পালক মাথায় দিয়ে লম্বা ডিম্বাকৃতি ঢোলের তালে তালে নাচে। সারা মধুপুরের গারো এলাকায় গারো পাহাড় মন্ত্র ও ঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে। এ সময় মহিষের শিঙে বানানো এক ধরনের বিশেষ আদিম বাঁশির সুর সবাইকে বিমোহিত করে।
অনুষ্ঠানে আবিমা ফেস্টিভ্যাল আয়োজক কমিটির সদস্য সচিব লিয়াং রিছিলের সঞ্চালনায় ও সভাপতি প্রলয় নকরেকের সভাপতিত্বে উদ্বোধন করেন আবিমা কালচারাল ডেভেলপমেন্ট ফোরাম (এসিডিএফ)-এর সভাপতি অজয় মৃ। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের  সদস্য মি. রেমন্ত আরেং, ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, মধুপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, জয়েন শাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি উইজিন নকরেক, আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ম্রংসহ অন্য অতিথিবৃন্দ।
মধুপুর, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, ঢাকাসহ সারাদেশ থেকে আসা গারো সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনায় অংশ নেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে গারোদের নিজস্ব ভাষায় গান ও নৃত্য পরিবেশিত হয়। 
বাগাছাস কেন্দ্রীয় কমিটির সভাপতি জন জেত্রা জানান, ঐতিহ্যবাহী সংস্কৃতিকে নতুন প্রজন্ম ও বৃহত্তর জনগোষ্ঠীর কাছে তুলে ধরাই এর মূল লক্ষ্য। উৎসব ঘিরে ধর্মপল্লীর পাশে গারোদের ঐতিহ্যবাহী পোশাক ও শিশুদের নানা রকমের খেলনা নিয়ে মেলা বসে। পরে রাতে আচিক ব্লুজ, ব্রিং, দি রাবুগা ও ব্লিডিং সাকাইভালসহ বিশেষ ও স্থানীয় সংগীত দলের শিল্পীরা গান ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে এ উৎসব শেষ হয়।



বার্তা সূত্র