রবিবার বেঙ্গালুরুতে দ্বিতীয় রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরেই কর্ণাটকের শিবমোগায় এক জনসভায় ভাষণ দেওয়ার সময় মোদী বলেন, ‘১৩ ই মে কংগ্রেসের রিপোর্ট কার্ড রাজ্যের মানুষ তৈরি করে রেখেছেন’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার বেঙ্গালুরুতে ৪ ঘন্টারও বেশি সময় ধরে ২৬ কিলোমিটারের রোডশো করেছেন। রোড শো ঘিরে সাধারণ মানুষ ও বিজেপি নেতা কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত। আর মোদীর এই রোড শোকে চূড়ান্ত কটাক্ষ করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তিনি বলেন, একদিকে মণিপুরে আগুন জ্বলছে আর মোদী নিশ্চিন্তে ভোটপ্রচার করে চলেছেন।
আজ সকালে নিউ তিপ্পেসান্দ্রা জাংশনের কেম্পেগৌড়া স্ট্যাচু থেকে এই রোড শো শুরু হয়। শেষ হয় এম জি রোডের ট্রিনিটি সার্কেলে। কর্নাটক নির্বাচনের মাত্র তিনদিন আগেই এই বর্ণাঢ্য শোভাযাত্রা করে কর্নাটকবাসীর মন জয় করতে মরিয়া বিজেপি। পুনরায় ক্ষমতায় ফিরতে এক চুলও জমি ছাড়ছে না শাসক দল। জেপি নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আজ রোডশো এবং সমাবেশের জন্য কর্ণাটক সফর করবেন। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও আজ শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে অংশ নেবেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী শিবাজি নগরে একটি যৌথ জনসভায় যোগ দেবেন
প্রসঙ্গত, আজই কর্নাটকে নির্বাচনী প্রচারের শেষ দিন। তাই শেষ দিনেও কোনও জমি ছাড়ছে না বিজেপি। শেষ মুহূর্তের প্রচারেও ঝড় তুলতে মরিয়ে বিজেপি। আজ শিবামোগ্গা ও নানজানগুড়ে মোদীর দুটি জনসভাও রয়েছে। আগামী ১০ মে ভোটগ্রহণ কর্নাটকে। আগামী ১৩ মে ফলাফল প্রকাশ হবে। কর্ণাটকের শিবমোগায় একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে, প্রধানমন্ত্রী মোদী বলেন, “আজকে NEET পরীক্ষা ছিল বলে আমরা আমাদের রোডশো কিছুটা আগেই শুরু করেছিলাম। আমি আজ বেঙ্গালুরুর জনগণের কাছ থেকে অনেক ভালবাসা পেয়েছি’। তিনি বলেন, ‘কংগ্রেসের আমলে মহিলাদের শিক্ষা এবং নারীর ক্ষমতায়নে রাজ্য অনেক পিছিয়ে ছিল’। একই সঙ্গে মোদী তার ভাষণে বলেন, রাশিয়া-ইউক্রেন সঙ্কটের কারণে সারের দাম রেকর্ড বেড়েছে কিন্তু আমরা এটাকে দেশের কৃষকদের কাছে বোঝা হতে দিইনি’। কংগ্রেসকে আক্রমণ করে মোদী বলেন, ‘ কংগ্রেস মিথ্যা ছড়াচ্ছে। কংগ্রেসের নেতারা যা বলছেন দেশের বাস্তব পরিস্থিতি তার চেয়ে একেবারেই আলাদা’।
#WATCH | “We conducted the roadshow early as there was a NEET exam today. No political party dares to conduct or address any rally or public meeting so early. I received a lot of love today from the public of Bengaluru,” says PM Narendra Modi in Shivamogga, Karnataka pic.twitter.com/vHZZeuqzzU
— ANI (@ANI) May 7, 2023
প্রধানমন্ত্রী মোদি শিবমোগায় কংগ্রেসকে নিশানা কবলেন ,কেবল মিথ্যাচার করছে কংগ্রেস। রাজ্য মহিলারা ইতিমধ্যে গ্র্যান্ড ওল্ড পার্টি ছেড়েছেন। “তারা কৃষকদের জন্য কোন উন্নয়ন কাজ করেনি। বিজেপি রাজ্যের কৃষকদের জন্য কাজ করেছে। এখন কংগ্রেসের সমস্ত মিথ্যা সম্পূর্ণরূপে উন্মোচিত হয়েছে এবং বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে”।
Both politics and development work of Congress are only on paper. They can never develop Karnataka. They are just peddling lies. Women of Karnataka were completely neglected by the Congress govt in past. They have done no development work for the farmers. BJP has worked for the… pic.twitter.com/wRnhKGokjS
— ANI (@ANI) May 7, 2023
অন্যদিকে রবিবার কর্ণাটকের একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, যে ‘বিজেপি পিএফআই নিষিদ্ধ করে দেশের নিরাপত্তা জোরদার করেছে।” রবিবার বিজেপি ঘোষণা করেছে যে তারা আজ সন্ধ্যায় ৮টা ৪৫ মিনিটে টায় বেঙ্গালুরুর গরুড় মলে ‘দ্য কেরালা স্টোরি’-এর একটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করছে। স্ক্রিনিংয়ে উপস্থিত থাকবেন বিজেপি প্রধান জেপি নাড্ডা। তেজস্বী সূর্যও বেঙ্গালুরুর তরুণী ছাত্রীদের যোগ স্ক্রিনিংয়ে দিতে আমন্ত্রণ জানিয়েছেন। অন্যদিকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেছেন, ‘প্রধানমন্ত্রী যখন কর্ণাটকে প্রচারে ব্যস্ত তখন উত্তর-পূর্ব জ্বলছে’।
Always a delight to be in Shivamogga! Addressing a huge @BJP4Karnataka rally. Do watch. https://t.co/UgJdFE50rj
— Narendra Modi (@narendramodi) May 7, 2023
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেছেন, “প্রধানমন্ত্রী কর্ণাটকে প্রচারে ব্যস্ত। উত্তর-পূর্বাঞ্চল পুড়ছে দেশের সেনারা মারা যাচ্ছেন, কিন্তু প্রধানমন্ত্রীর তা নিয়ে কোন মাথাব্যাথা নেই। বিজেপি শুধু প্রচার করছে এবং ভোট চাইছে।”