টেলিভিশন শো’র পাশাপাশি মাটির গানে নিয়মিত মঞ্চ মাতাচ্ছেন নতুন প্রজন্মের এই গায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নজর দিলেই মাটির গান পরিবেশন করতেই তাকে বেশি দেখা যায়। তিনি আর কেউ নন উত্তরজনপদের হালের জনপ্রিয় সঙ্গিত শিল্পী মোনালিসা রহমান মুন।
মোনালিসা রহমান মুন ইত্তেফাককে জানান, দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় প্রতিদিনই তিনি স্টেজ শো করছেন। মঞ্চে বাউল, আধুনিকসহ সব ধরনের গান করেন। তবে শ্রোতাদের পছন্দ অনুযায়ী ফোক গানই বেশি গাইতে হয়।
যেভাবে গানের জগতে আসা জানালেন মুন, মায়ের ইচ্ছা থেকেই পঞ্চম শ্রেণিতে পড়া অবস্থায় সঙ্গিতে হাতেখড়ি। এরপর থেকে নিয়মিত বিদ্যালয়ের অনুষ্ঠানের পাশাপাশি স্টেজ শো শুরু হয়।
মোনালিসা রহমান মুন জানান, টেলিভিশন শোর পাশাপাশি তিনি এখন দেশের বিভিন্ন অঞ্চলে স্টেজ শো করছেন। তাছাড়া গত মাসে তার দ্বিতীয় মৌলিক গান তোর ছোঁয়া পেলে মন প্রকাশ পায়। এছাড়া চলতি মাসেই দর্শকপ্রিয় গীতিকার সোহাগ ওয়াজিউল্লাহর লেখা ও রেমো বিপ্লবের সুরে কেমন করে কাঁদি গানটি প্রকাশ পেতে যাচ্ছে। এটি তার তৃতীয় মৌলিক।
গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, গানের মাধ্যমেই তিনি মানুষের মাঝে বাঁচতে চান। তাছাড়া গানের বড় একাডেমি করার ইচ্ছাও আছে তার।
u0995u09a8u09b8u09beu09b0u09cdu099fu09c7 u09aeu09cbu09a8u09beu09b2u09bfu09b8u09be“}”>
বড়াইগ্রামের বনপাড়ার কালিকাপুর গ্রামের মিজানুর রহামন ও কৌহিনুর রহমান দম্পতির বড় মেয়ে মোনালিসা মুন। ২০১১ সালের দিকে লালন একাডেমিতে সঙ্গিত চর্চায় ভর্তি হন। এরপর ওই বছরেই তিনি চ্যানেল আই ক্ষুদে গানরাজে অংশ নেন। ২০১৭ সালে স্থানীয় পাটোয়ারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ায় গানে কিছুটা ভাটা পরে।
পরে ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক পাশের পর আবারো নিয়মিত গান গাওয়া শুরু করেন। গানের অদম্য সফলতায় তিনি টেলিভিশন শোতে গান করেন। বাংলাদেশের জনপ্রিয় নায়ক সালমান শাহের জন্মদিন উপলক্ষ্যে মাছরাঙ্গা টেলিভিশনে আয়োজিত একক সঙ্গীতানুষ্ঠান রাঙ্গা সকালে গান পরিবেশন করেন। এরপর বাংলা টেলিভিশনে শেকড়ের গান নামের শো করেন। ২০২০ সালে জুই মিডিয়ার ব্যানারে তার প্রথম মৌলিক গান বন্ধু তোর পিরিতি প্রকাশ পায়। বর্তমানে তিনি অর্থনীতি বিষয় নিয়ে স্নাতকে পড়ছেন।