Skip to content

ভোট বৈতরণী পার হতে অভিষেকের নতুন তৃণমূলেই কি আস্থা, আজ স্পষ্ট করবেন মমতা

কলকাতা: বড় কোনও অঘটন না ঘটলে মে মাসেই হবে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন৷ মেদিনীপুর থেকে মালদহ, কিংবা সুন্দরবন থেকে সাগরদিঘি- দুর্নীতি, স্বজন পোষণ, গোষ্ঠী কোন্দল, সংখ্যালঘুদের মুখ ফিরিয়ে নেওয়া সহ হাজারও ইস্যুতে কার্যত জেরবার শাসক তৃণমূল৷ এমন আবহে ভোটের আগে দলের অবস্থান স্পষ্ট করতে আজ বিশেষ বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি এদিনের বৈঠকে হাজির থাকবেন দলের সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি ও যুব, মহিলা, শ্রমিক ও সংখ্যালঘু সংগঠনের জেলা সভাপতিরা৷ স্বভাবতই, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে আজকের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী কোন বার্তা স্পষ্ট করেন, সেদিকেই নজর রাখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা৷

বস্তুত, পালা বদলের বাংলায় শাসক তৃণমূলের আমলেই জেলে দিন কাটছে দলের প্রাক্তন মহাসচিব, প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক মানিক ভট্টাচার্য এবং দুই যুব নেতা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়। গরু ও কয়লা পাচারের অভিযোগে দিল্লিতে ইডি হেফাজতে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় আদালতের নির্দেশে চাকরি খুইয়েছেন অনেকে৷ যার জেরে দিনের আলোর মত স্পষ্ট, মেধা নয়, টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগ৷ সরকারি প্রকল্পের ক্ষেত্রেও সামনে এসেছে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ৷ ক্রমেই দীর্ঘতর হচ্ছে স্বজন পোষণের ঘটনা৷ রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, যথেচ্ছ হারে চুরির নিট ফল, সাগর দিঘির উপ নির্বাচনে বাম-কংগ্রেস জোটের প্রার্থীর জয়৷ সংখ্যালঘুদের মুখ ফেরানোর ইঙ্গিতও স্পষ্ট৷

একুশের বিধানসভা ভোটের পরই নতুন তৃণমূলের স্লোগান সামনে এনেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কলকাতা থেকে জেলা, ছেয়ে গিয়েছিল নতুন তৃণমূলের সাইনবোর্ড৷ দাবি করা হয়েছিল, দুর্নীতি মুক্ত হবে এই নতুন তৃণমূল৷ আজকের বৈঠক থেকে দিদি কি অভিষেকের সেই নতুন তৃণমূলের দিশা রচনা করবেন? আপাতত সেদিকেই তাকিয়ে রাজনৈতিক বিশ্লেষকেরা৷ সূত্রের খবর, আজকের বৈঠক থেকেই পঞ্চায়েত নির্বাচনে দলের গাইডলাইন স্পষ্ট করতে পারেন নেত্রী৷

আরও পড়ুন: বাস থেকে নামতেই পিছন থেকে ব্রেক কষলো ছোট চাকার গাড়ি, পলকে অপহরণ ব্যবসায়ী

আরও পড়ুন:  লালমাটির রুখা জেলায় চাষিদের মুখে হাসি ফুটিয়েছে বাহারি ফুলের চাষ



বার্তা সূত্র