Bangladeshi Arrested: সিস্টেমে দেখা যায়, বিপন অনিল বড়ুয়ার বিরুদ্ধে ‘লুক আউট সার্কুলার’ (LOC) জারি হয়েছে মুম্বইয়ের ফরেনারস রেজিস্ট্রেশন অফিস (FRRO) থেকে।
প্রতীকী ছবি।
মুম্বই: আদতে বাংলাদেশি নাগরিক (Bangladeshi)। কিন্তু ভুয়ো ভারতীয় পাসপোর্ট (Fake Indian Passport) ব্যবহার করে রোমে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন ৩২ বছরের যুবক। সন্ন্যাসীর বেশ নিয়ে নিজেকে বৌদ্ধ সন্ন্যাসী বলে পরিচয়ও দিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। বৃহস্পতিবার ভোরে রোমের উড়ান ধরার আগেই মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে (Mumbai International A পাসপোর্ট চেকিংয়ের সময় হাতেনাতে ধরা পড়ে গেলেন তিনি।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বিপন অনিল বড়ুয়া। বাংলাদেশের বান্দারবানের বাসিন্দা ৩২ বছর বয়সি এই যুবক নিজেকে বৌদ্ধ সন্ন্যাসী বলে পরিচয় দিয়েছিলেন এবং ভারতীয় পাসপোর্ট নিয়ে মুম্বই বিমানবন্দর থেকে রোমে পাড়ি দিচ্ছিলেন। এদিন ভোরে মাসকাট ভায়া রোমের উড়ান ধরার কথা ছিল বিপনের। অভিবাসন দফতরের আধিকারিকেরা অনিল বড়ুয়ার পাসপোর্ট চেক করার সময় তাঁর বিস্তারিত তথ্য সিস্টেমে দিতেই পর্দা ফাঁস হয়ে যায়। সিস্টেমে দেখা যায়, বিপন অনিল বড়ুয়ার বিরুদ্ধে ‘লুক আউট সার্কুলার’ (LOC) জারি হয়েছে মুম্বইয়ের ফরেনারস রেজিস্ট্রেশন অফিস (FRRO) থেকে।
যদিও ধরা পড়ার পরও বিপন আধিকারিকদের জানান, তিনি একজন বৌদ্ধ সন্ন্যাসী এবং হরিদাসপুর সীমান্ত হয়ে ২০১৫ সালে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য প্রতিবেশী দেশ থেকে ভারতে এসেছিলেন। ২০১৬ সালে ছত্তীসগঢ়ের রাজধানী রায়পুরে থাকার সময় তিনি ভারতীয় পাসপোর্ট তৈরি করেন। ভারতীয় পাসপোর্ট নিয়ে ইতিমধ্যে তিনি মালয়েশিয়া, থাইল্যান্ড লাওস, মায়ানমার, ভিয়েতনাম, এমনকি ব্রিটেনেও গিয়েছিলেন বলে অভিবাসন দফতরের আধিকারিকেরা জানিয়েছেন। তবে এবার আর রেহাই মেলেনি।
এই খবরটিও পড়ুন
ইতিমধ্যে ওই বাংলাদেশি নাগরিকের আধার কার্ড এবং প্যান কার্ড বাজেয়াপ্ত করেছেন অভিবাসন দফতরের আধিকারিকেরা। মুম্বইয়ের সাহার থানার পুলিশের হাতে তাঁকে থেকে তুলে দেন অভিবাসন দফতরের আধিকারিকেরা। ভুয়ো পাসপোর্ট ব্যবহার করার অভিযোগে অনিল বড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে প্রতারণা, ভুয়ো নথি দেওয়া এবং পাসপোর্ট আইনের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে বলে সাহার থানার আধিকারিক জানিয়েছেন।