Skip to content

ভারত-পাক ম্যাচে ‘আই লাভ ইউ’ বলে চিৎকার অরিজিতের, উত্তরে কী বললেন বিরাট?

বিষয়সূচি

শনিবারের হাইভোল্টেজ ভারত-পাকিস্তানের ম্যাচকে আরও বিশেষ করে তোলার জন্য বিসিসিআইয়ের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পারফর্ম করেন অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন এবং সুখবিন্দর সিং। আর এই অনুষ্ঠানেই বিরাট এবং অরিজিতের একটি টুকরো মুহূর্ত সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিয়োই মন জয় করে নিয়েছে সবার।

ভারত-পাকিস্তান ম্যাচে অরিজিৎ এবং বিরাট

এদিন যখন অরিজিৎ সিং মঞ্চ কাঁপাচ্ছেন তাঁর গান দিয়ে, তখন মাঠে টিম ইন্ডিয়া প্র্যাকটিস করছে। এমন সময়ই হঠাৎ বিরাটকে দেখে অরিজিৎ চেঁচিয়ে বলে ওঠেন, ‘আই লাভ ইউ বিরাট।’ তারপরই তাঁকে গাইতে শোনা যায়, ‘সাবেরো কা মেরে তু সুরজ লাগে/ তু মেরা কোই না হোকে ভি কিছু লাগে।’

অরিজিতের এই কাণ্ড দেখে উত্তর দেন বিরাট কোহলিও। তিনি তখন মাঠে কমলা জার্সি এবং কালো প্যান্ট পরে হাঁটছিলেন। অরিজিতের গান আর কথা শুনে তালে তালে পা ফেলে তাঁর দিকে হাত তুলে দেখান। ফিরিয়ে দেন হাসি। মাথা নাড়তে নাড়তে হাসতে থাকেন এই ভালোবাসা পেয়ে।

আরও পড়ুন: প্রেগন্যান্সির গুজবের মাঝে ভারত-পাক ম্যাচ দেখতে হাজির অনুষ্কা, ছবি তুলে দিলেন খোদ অরিজিৎ

আরও পড়ুন: ‘ওর এই খ্যাতি প্রাপ্য’, অরিজিতের অকুণ্ঠ প্রশংসা সোনুর, কোন ছবিতে শোনা যাবে তাঁদের ডুয়েট গান

তাঁদের এই ভিডিয়োই সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁদের। এক ব্যক্তি কমেন্ট করে লেখেন, ‘একই প্রেমে দুটো পছন্দের মানুষ আমার।’ আরেকজন লেখেন, ‘কেবল অরিজিৎ না, আমরা সবাই বিরাটকে ভালোবাসি। উনি আমাদের দেশের প্রাণ।’

ভারত-পাক ম্যাচে অরিজিৎ-অনুষ্কা

এদিনের ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন অনুষ্কা শর্মা। কানাঘুষোয় শোনা যাচ্ছে বিরাট এবং অনুষ্কার সংসারে নাকি দ্বিতীয় সন্তান আসছে। যদিও আনুষ্ঠানিক ভাবে এখনও তাঁরা সেটার জানাননি। তবে এদিন মাঠে অনুষ্কা শর্মা এবং অরিজিৎ সিংয়ের একটি মিষ্টি মুহূর্ত ভাইরাল হয়ে যায়। অরিজিৎ সিংকে ফোন হাতে অভিনেত্রীকে পোজের জন্য নির্দেশ দিতে দেখা যায়। অন্যদিকে উত্তরে অনুষ্কাও হেসে পোজ দিয়ে ছবি তোলেন। তাঁদের এই সুন্দর মুহূর্তটিও দারুণ ভাইরাল হয়েছে।

বার্তা সূত্র