চারদিনের ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী। হায়দরাবাদ হাউসে মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠকে জোর দেওয়া হয়েছে বিদ্যুৎক্ষেত্রে সহযোগিতার উপর। পাশাপাশি ভবিষ্যতে এই অংশীদারিত্ব আরও জোরদার হবে।
নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল প্রচন্ড দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করেছেন। হায়দরাবাদ হাউসে মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তিনি। হায়দরাবাদ হাউসে নেপালের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এক জমকালো আয়োজন করা হয়। নেলাপের প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহলমহল। বৈঠক শেষে ।প্রধানমন্ত্রী মোদী বলেন, ভবিষ্যতে ভারত-নেপাল সম্পর্ক আরও শক্তিশালী হবে।
নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল প্রচণ্ড দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। হায়দরাবাদ হাউসে নেপালি প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। নেপালি প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘নেপাল ও ভারতের মধ্যে সম্পর্ক অনেক পুরনো এবং মজবুত’। দ্বিপাক্ষিক সম্পর্ক মজভুত করতে রামায়ণ সার্কিটের উন্নয়ন কাজ ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি দুই দেশের সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলেও জানানো হয়েছে। দ্বিপাক্ষিক আলোচনার পর উভয় দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে কুর্থা-বিজলপুরা রেলপথের উদ্বোধন করেন।
#WATCH | Prime Minister Narendra Modi meets with Nepal Prime Minister Pushpa Kamal Dahal ‘Prachanda’ at Hyderabad house in Delhi.
Nepal Prime Minister is here on a four-day visit to India pic.twitter.com/Op0BVTDlkw
— ANI (@ANI) June 1, 2023
প্রধানমন্ত্রী মোদী বলেছেন ‘দুই দেশের মধ্যে একটি ট্রানজিট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যোগাযোগ বাড়াতে আমরা একটি নতুন রেল সংযোগ তৈরি করেছি। ভারত ও নেপালের মধ্যে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারত ও নেপালের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক বহু পুরনো এবং একে আরও দৃঢ় করার প্রচেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ‘নয় বছর আগে ২০১৪ সালে আমি প্রথম নেপালে গিয়েছিলাম। সে সময় দুই দেশের সম্পর্ক মজবুত করতে একাধিক পদক্ষেপের ওপর জোর দেওয়া হয়েছে। মোদী আরও বলেন, ‘আমরা এমন সম্পর্ক স্থাপন করব যাতে ভারত ও নেপালের সীমান্ত সম্পর্কের ক্ষেত্রে বাঁধা হয়ে না দাঁড়ায়। এ জন্য আজ অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।
নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার দাহল প্রচন্ড, চার দিনের সফরে ভারতে এসেছেন, বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী মোদীর সাথে দেখা করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে, নেপালের প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধীর স্মৃতিস্থল রাজ ঘাটেও যান এবং শ্রদ্ধা জানান।
দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট করে জানিয়েছেন, ‘বন্ধুত্ব ও সহযোগিতার মৈত্রীকে আরও গভীর করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল প্রচণ্ড দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে হায়দ্রাবাদ হাউসে সাক্ষাৎ করেছেন।’
বুধবার তিন দিনের সফরে দিল্লি পৌঁছেছেন নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড। নেপালের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি। গত বছরের ডিসেম্বরে নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই পুষ্প কমল দাহালের প্রথম ভারত সফর। নেপালের প্রধানমন্ত্রী ভারতকে সীমান্ত সমস্যা দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন। গত বছরের ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার পর এটিই নেপালের প্রধানমন্ত্রীর প্রথম সরকারি বিদেশ সফর। ভারত সফরে তার সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলও রয়েছে।
ভারত সফরে থাকা নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ‘প্রচন্ড’ বৃহস্পতিবার বলেছেন যে দুই দেশের মধ্যে অমীমাংসিত সীমান্ত সমস্যাগুলি দ্বিপাক্ষিকভাবে সমাধান করা উচিত। দিল্লিতে দ্বিপাক্ষিক আলোচনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ বিবৃতিতে তিনি এ কথা বলেন। প্রচন্ড বলেন, ‘আমি প্রধানমন্ত্রী মোদীকে আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছি’।