Tuesday, March 25, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

ভারত ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ধ্বংসের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে

ভারত ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর রোডে বাংলাদেশের প্রতিষ্ঠাতা-রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ধ্বংস করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রানধীর জেইসওয়াল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ৫ ফেব্রুয়ারির ঘটনাকে “দুঃখজনক” বলে বর্ণনা করেন।

“এটা দুঃখজনক যে, দখলদারি এবং অত্যাচারী গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বীরচিত প্রতিরোধের একটি প্রতীক, শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ৫ ফেব্রুয়ারি ধ্বংস করে দেয়া হয়,” জেইসওয়াল বলেন।

জেইসওয়াল বলেন, যেসকল মানুষ বাংলা পরিচিতি এবং গর্ব অর্জনকারী মুক্তি সংগ্রামের মূল্যবোধ লালন করে, তারা “বাংলাদেশের জাতীয় চেতনায় ভবনটির গুরুত্ব সম্পর্কে সজাগ আছেন।”

“ভবন ধ্বংসের ইচ্ছাকৃত এই কাজ তীব্রভাবে নিন্দা করা উচিত,” জেইসওয়াল বলেন।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ৫ অগাস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয়ার পর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রথমবার ভাংচুর এবং অগ্নি সংযোগ করা হয়।

বুধবার রাতে শত শত মানুষ মিছিল করে ৩২ নম্বর রোডে যায় এবং পুনরায় অগ্নিসংযোগ করে। পরে একটি বুলডোজার এবং এক্সকেভেটর এনে সারারাত বাড়ি ভাঙ্গার কাজ চালানো হয়।

–ভয়েজ অব আমেরিকা

পাঠক প্রিয়