Skip to content

ভারতে বিজেপি-বিরোধী জোটের ‘ইন্ডিয়া’ নামকে জঙ্গি সংগঠন ‘ইন্ডিয়ান মুজাহিদিন’-এর সঙ্গে তুলনা প্রধানমন্ত্রীর

ভারতে বিজেপি-বিরোধী জোটের ‘ইন্ডিয়া' নামকে জঙ্গি সংগঠন 'ইন্ডিয়ান মুজাহিদিন'-এর সঙ্গে তুলনা প্রধানমন্ত্রীর

সোমবার ২৪ জুলাই সকালে ভারতের সংসদে এনডিএ সংসদীয় দলের বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে ওই বৈঠকের পর প্রবীণ সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, “প্রধানমন্ত্রী এদিন খুব সুন্দর করে প্রেক্ষাপট বুঝিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, কংগ্রেস স্থাপন করেছিলেন একজন বিদেশি। ইস্ট ইন্ডিয়া কোম্পানিও বিদেশিদের তৈরি।” সংবাদ সূত্রে খবর, ‘ইন্ডিয়া’ নাম নিয়ে ২৬টি বিজেপি-বিরোধী দলের জোট আত্মপ্রকাশ করার পরে, দলকে উৎসাহিত করার জন্যই, প্রধানমন্ত্রী এই বৈঠক ডেকেছিলেন।

রবিশঙ্কর প্রসাদ আরও জানান, “প্রধানমন্ত্রী বলেছেন, নাম রাখলেই কি সব হয়ে যায়? এই তো জঙ্গি সংগঠন তাদের নাম দিয়েছে ইন্ডিয়ান মুজাহিদিন । আবার ইন্ডিয়ান পিপলস ফ্রন্ট-ও রয়েছে। এখন সূর্য ওঠার আগে ভোর। এখনই জেগে উঠুন। চব্বিশে জয় আমাদেরই হবে।”

রবিশঙ্কর প্রসাদের এই প্রতিক্রিয়ার জবাবে, কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, “এর থেকেই বোঝা যাচ্ছে ভয় পেয়েছেন বিশ্বগুরু। ইন্ডিয়া-কে ভালই ভয় পেয়েছেন। ওই কারণে সংসদে মুখ খোলার সাহস না দেখিয়ে আড়ালে গিয়ে কুকথা বলছেন।”

কংগ্রেস ও তৃণমূল নেতাদের কথায়, “এই নরেন্দ্র মোদীই কেন্দ্রে সরকার গঠনের পর বিভিন্ন প্রকল্পের নামকরণ করছিলেন, ইন্ডিয়া শব্দ ব্যবহার করে। মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, খেলো ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া ইত্যাদি। আর এখন ইন্ডিয়াকে মোকাবিলা করতে গিয়ে ইন্ডিয়ান মুজাহিদিনের আড়ালে আশ্রয় নিতে হচ্ছে। এটা ভয় নয় তো কী!”

এদিন সংসদে একদিকে যেমন শাসক জোটের সংসদীয় দলের বৈঠক হয়েছে, তেমনই বিরোধী জোটের নেতারাও বৈঠক করেছেন। তাঁরা কেন্দ্রে মোদী সরকারের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব আনার ব্যাপারে ভাবনাচিন্তা শুরু করেছেন।

সূত্র: ভয়েজ অব আমেরিকা