Skip to content

ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াতের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

এশিয়া বার্তা, ৯ ডিসেম্বর ২০২১: ভারতের প্রতিরক্ষাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের কাছে পাঠানো এক শোকবার্তায় ড. মোমেন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী মাধুলিকা রাওয়াত এবং সহযাত্রীদের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেন।

একই সঙ্গে ওই শোকবার্তায় তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সবার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, তামিলনাড়ুতে বৃহস্পতিবার দুপুরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের প্রথম নিরাপত্তা প্রধান (চিফ অব ডিফেন্স তথা সেনা সর্বাধিনায়ক) বিপিন রাওয়াত নিহত হয়েছেন।

হেলিকপ্টারে থাকা তার স্ত্রীসহ আরও ১২ আরোহীও মারা গেছেন। ভারতের বিমানবাহিনী বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করে।