Skip to content

ব্যোমকেশে ডাহা ফেল! বয়স্ক-যুবক সিম্প্যাথি, একই ধাঁচের সিনেমা বানাচ্ছেন দেব? বিস্ফোরক রুদ্রনীল : Rudranil Ghosh on dev, tollywood stardom

Rudranil Ghosh on dev, tollywood stardom

টলি ইন্ডাস্ট্রির সুপারস্টার আসলেই কারা? একসময় করণ জোহর বলেছিলেন, বলিউডে আর সুপারস্টার নেই। অমিতাভ, দিলীপ সাহেব, শাহরুখের পর সুপার স্টারডম আর নেই। আর সেখানে টলিউডে? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তারপর, জিৎ বর্তমানে দেব। তারপরে?

সুপারস্টার থাকলেই কি ছবি হিট হয়? নাকি ভাল ছবির জন্য আরও অন্য কিছু প্রয়োজন? দেব যদিও নিজের টিম সাজিয়ে নিয়েছেন। বেশ জনপ্রিয় এবং দাপুটে অভিনেতাদের সঙ্গে নিয়েই কাজ করছেন। কিন্তু, খেয়াল করলে দেখা যাবে বাংলা ছবির মধ্যে দেবের ছবিই একমাত্র যেগুলি বিক্স অফিসে লাভের মুখ দেখেছে। ‘টনিক’ হোক কিংবা ‘প্রজাপতি’, অথবা ‘গোলন্দাজ’…এমনকি ‘ব্যোমকেশ’ও, দেবের ছবি পছন্দ করেছেন দর্শকরা। কিন্তু, দেব মানেই ইন্ডাস্ট্রি একথা মানতে নারাজ রুদ্রনীল! তাঁর কথায়, দেব ইন্ডাস্ট্রির সদস্য।

হঠাৎ কেন, একথা বলেন রুদ্রনীল? অভিনেতা, যেকোনও বিষয়েই নিজের মন্তব্য রাখতে পছন্দ করেন। এক সাক্ষাৎকারে, দেব মানেই হিট, প্যান ইন্ডিয়া ছবি? দেব মানেই ইন্ডাস্ট্রি নিয়ে প্রশ্ন করা হলেই রুদ্র ঠিক এমনই বলেন। তাঁর কথায়, “দেব ছাড়া ভাল অভিনেতা নেই? হিট ফ্লপের কথা কেউ বলতে পারে না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেও বলতে পারে না। জিৎ এবং দেব দারুণ উদ্যোগ নিয়েছিল। তাদেরকে সাধুবাদ। প্রচুর বাঙালি পরিচালকরা বোম্বে গিয়ে সিরিজ সিনেমা বানাচ্ছে। এটাও তো বাংলার জয়। পুরো ইন্ডাস্ট্রি নিয়ে ভাবতে হবে তো। কটা ছবি হিট হবে, সেটা তো অমিতাভ – শাহরুখ কেউ বলতে পারেন না।”

আরও পড়ুন – অতিরিক্ত লাভ নাকি লুট, লাখ টাকা দাম জামদানি শাড়ির! শাহরুখের পুত্রের পথেই সুদীপা?

এখানেই শেষ না। দেবের ছবি বানানোর স্টাইল নিয়েও প্রশ্ন তুললেন তিনি। একইরকম স্টাইলের ছবি বানাচ্ছেন দেব। বয়স্ক এবং নতুন প্রজন্মের গল্প বুনছেন। টনিক এবং প্রজাপতি ছবির উল্লেখ করেই রুদ্র বললেন, “দুটিই তো একই  রকম কাছাকাছি ছবি। সেই বয়স্ক এবং মধ্য বয়স্ক একটি ছেলে। কিন্তু ব্যোমকেশের ক্ষেত্রে? দেব পারল কী? নিশ্চই না! সবসময় ব্যাটে বলে ছয় হয় না। কোনসময়, দু রান, আবার কোনসময় আউট..আমি ভগবানকে বলব সব ছবি হিট করিয়ে দাও সেটা হবে না।”

তবে, একথা রুদ্র সাফ জানালেন বাঘা যতীন হয়তো বা দেবের পক্ষে লাভদায়ক প্রমাণিত হবে। দেব চেষ্টা করে গিয়েছেন, তাঁর তুলনা হয় না। উল্লেখ্য, সামনেই অনেকগুলো রিলিজ দেবের। ডিসেম্বরে, প্রধান হিসেবে আসতে চলেছেন তিনি। তারপরও শেষ নেই। দেব সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে সাইন করেছেন। কানাঘুষো খবর, রাজের সঙ্গেও নাকি তাঁর ছবি আসতে পারে।



বার্তা সূত্র