Monday, February 17, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

বিড়ির আগুনে পুড়ে ছারখার ১০০ বিঘা পানের বরজ

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে বিড়ির আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে অন্তত ১০০ বিঘার পান বরজ।আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মান্দারবাড়িয়া ও শিতলী গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঝিনাইদহ ও হরিনাকুন্ডু ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তারা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী ও হরিনাকুন্ডু ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার আয়ুব হোসেন চৌধুরী বলেন, “আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুপুর আড়াইটা থেকে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর বিকাল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তার আগেই ওই দুই গ্রামের কৃষক শাহিন মণ্ডল, জাফর আলী, মতিয়ার বিশ্বাস, শরিফুল ইসলাম, সাহেব আলী, গোলজার আলী ও জাকির হোসেনসহ প্রায় ৬০ কৃষকের প্রায় ১০০ বিঘার পান বরজ পুড়ে যায়। এ সময় দমকল বাহিনীর চেষ্টায় পাশ্ববর্তী আরও প্রায় দেড়শ বিঘার পান বরজ রক্ষা পেয়েছে।

ধারণা করা হচ্ছে বিড়ি-সিগারেটের আগুন থেকে এ আগুনের সূত্রপাত হয়। তবে কোন কৃষকের কত বিঘা বরজ পুড়েছে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠক প্রিয়