Skip to content

বিশ্বশান্তি রক্ষায় নাস্তিকদের প্রতিরোধে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে সোচ্চার হোন

বিশ্বশান্তি রক্ষায় নাস্তিকদের প্রতিরোধে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে সোচ্চার হোন

 ‘সুইডেনে একের পর এক কুরআন পোড়ানো, কুরআনের অবমাননা এবং সুইডিশ-সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকায় আমরা অত্যন্ত ব্যথিত ও মর্মাহত। আমরা কেবলমাত্র কুরআন অবমাননাকারীর হাজত নয়, এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এই মানবতা-বিধ্বংসী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সুইডিশ-সরকার ইতিমধ্যে বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইলেও ব্যক্তি-স্বাধীনতার নামে তারা যে নীতি গ্রহণ করেছে তা নিঃসন্দেহে অন্যের ব্যক্তিত্ব ও স্বাধীনতা খর্বের শামিল। তারা যদি এই নীতি থেকে বেরিয়ে আসতে না পারে, তাহলে কঠিন খেসারত দিতে হবে; বিদ্বেষের পরিণতি নিশ্চয়ই কারো জন্যই সুখকর নয়।’

সুইডেনে কুরআন অবমাননার ঘটনায় গতকাল বৃহস্পতিবার বাদ যোহর ঝালকাঠি নেছারাবাদে অনুষ্ঠিত প্রতিবাদ-সমাবেশে আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর এসব কথা বলেন। সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীনের নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, স্থানীয় জনতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুছলিহীনের কেন্দ্রীয় সেক্রেটারি-জেনারেল মাওলানা মুহাম্মদ মাছুম বিল্লাহ আযীযাবাদী, বাংলাদেশ আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের মহাসচিব ডা. মুহম্মদ মোসাদ্দেক হোসেন খান, ঝালকাঠি জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাও. মো. মনিরুজ্জামান, উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাও. মো. আব্দুল কুদ্দুছ নেছারী ও ৬৪ জেলার দায়িত্বপ্রাপ্ত মুবাল্লেগবৃন্দের পক্ষ থেকে মাওলানা মুহাম্মদ দেলাওয়ার হোসাইন আনসারী, মাওলানা মুহাম্মদ মনির হোসেন খান প্রমুখ।

নেছারাবাদী হুজুর তার বক্তব্যে বলেন, খোদ আমাদের দেশ, এই তৌহীদের দ্বীপ বাংলাদেশেও নাম-গোত্রহীন গুটিকয়েক নাস্তিক যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে এবং রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যেভাবে কিং-মেকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে; অচিরেই যদি সম্মিলিতভাবে তাদের প্রতিহত করা না হয়, তাহলে ঈমান-ইসলাম যেমন বিপন্ন হবে, তেমনি স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রকারীদের বেড়াজালে আটকা পড়বে বাংলাদেশ।

তিনি আরো বলেন, আমরা মনে করি কুরআন কিংবা আল্লাহ ও আল্লাহর রসূলের অবমাননা শুধু ইসলাম ও মুসলমানের সমস্যা নয় বরং সৃষ্টিকর্তায় বিশ্বাসী বিশে^র সকল শান্তিকামী মানুষের সমস্যা। বিশে^র প্রায় সব মানুষই স্রষ্টায় বিশ^াসী। অথচ মাত্র গুটিকয়েক নাস্তিকের কাছে নাজেহাল এখন বিশে^র সব রাষ্ট্র, সরকার ও মানবগোষ্ঠী। যদি নাস্তিকদের প্রতিরোধে মুসলমান, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ নির্বিশেষে সকল ধর্মানুসারী এগিয়ে না আসেন, তাহলে অচিরেই নাস্তিকতার প্রাদুর্ভাবে ধ্বংস হবে মানবসভ্যতা, অস্তিত্ব-সঙ্কটে পতিত হবে মানবজাতি।

নেছারাবাদী হুজুর বলেন, আমরা দেশ ও বিশ^বাসীর কাছে আবেদন করছি, বিশ^শান্তি ও মানবতা রক্ষায় নাস্তিকদের প্রতিরোধে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে সোচ্চার হোন, নাস্তিকতা-ধর্মহীনতা প্রতিরোধে এগিয়ে আসুন।

বার্তা সূত্র