নজরবন্দি ব্যুরো: বঙ্গ বিজেপিতে রদবদলের প্রস্তুতি শুরু হয়েছে। কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষের মত প্রথম সারির নেতাদের দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল। এরপর থেকেই কিছু পরিবর্তন দেখা গিয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব রদবদল নিয়ে একটি ফর্মুলা খসড়া তৈরি করছে। এদিকে জানা যাচ্ছে, বাংলায় বিরোধী দলনেতার পদে শুভেন্দুর জায়গায় আসতে পারেন শঙ্কর ঘোষ। তাহলে নন্দীগ্রাম বিধায়কের ভবিষ্যৎ কী? তাঁকে নিয়ে দিল্লির ভাবনা কোনদিকে?
আরও পড়ুন: করমণ্ডল বিপর্যয়ের দু’মাস পরও দেহ শনাক্ত হয়নি, DNA পরীক্ষার পরও জানা যায়নি পরিচয়
রদবদলের প্রথমে পর্যায়ে সর্বভারতীয় সহ সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার জানা গিয়েছে, বাংলার বিরোধী দলনেতার পদ দেওয়া হতে পারে শঙ্কর ঘোষকে। শুভেন্দু অধিকারীকে দেওয়া হবে রাজ্য সভাপতির দায়িত্ব। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে কেন্দ্রীয় মন্ত্রী করা হতে পারে। একই ভাবনা দিলীপ ঘোষের ক্ষেত্রেও। সূত্রে খবর, মঙ্গলবার রাত পর্যন্ত এই ফর্মুলা চূড়ান্ত করা সম্ভব হয়নি। বাংলার দায়িত্বে থাকা কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল ও সহকারী পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডেকে তিন গোষ্ঠীর মধ্যে সমন্বয়ের দায়িত্ব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও জানা গিয়েছে, বাংলার দুজনকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হতে পারে। একজন, উত্তরবঙ্গের জন বার্লা এবং দ্বিতীয়জন সুভাষ সরকার। এই দুটি শূন্যপদ পূরণ করবেন সুকান্ত ও দিলীপ।
সূত্রে খবর, শুভেন্দু অধিকারীকে ইতিমধ্যেই সভাপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু তিনি রাজি হননি। শুভেন্দু সাংবিধানিক বিরোধী দলনেতার পদ ছেড়ে বিরোধী দলেনেতা হতে চাইছেন না। কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যদি বিজেপি কেন্দ্রে ফিরতে না পারে সেক্ষেত্রে দলের রাজ্য সভাপতি পদটি কার্যত গুরুত্বহীন হয়ে পড়বে। তাই এই মুহূর্তে ‘ক্যাবিনেট মন্ত্রী’ সমতুল্য বিরোধী দলনেতার পদ আঁকড়ে ধরে রাখতে চান শুভেন্দু।
এদিকে, রদবদল শুরু হতেই আরএসএস নেতৃত্ব ফের দিলীপকেই বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে দাবি করেছেন। কারণ তাঁর সভাপতিত্বেই লোকসভা ও বিধানসভা ভোটে বাংলায় ভাল ফল করেছিল বিজেপি। তাঁর পরবর্তী সময়ে উপনির্বাচন, পুরসভার নির্বাচন এবং পঞ্চায়েত ভোটে কার্যত ভরাডুবি গেরুয়া শিবিরে। অন্যদিকে, সুকান্ত মজুমদারও কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলেই খবর।
বিরোধী দলনেতার পদে শঙ্কর ঘোষ, বঙ্গ বিজেপিতে শুভেন্দুর ভবিষ্যৎ কী?

Related