একদিকে আগামী সপ্তাহেই বিরোধী ঐক্যের বৈঠক। আর তার আগেই উত্তরপ্রদেশের সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি-ও বিজেপি-র হাত ধরতে চলেছে। ওম প্রকাশ রাজভর, সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির প্রধান এবং উত্তর প্রদেশে অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টির প্রাক্তন জোটসঙ্গী, ২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটে (এনডিএ) ফিরে এসেছেন। ওপি রাজভার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একটি ছবি টুইট করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিজেপি প্রধান জেপি নাড্ডাকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি এক ট্যুইট বার্তায় লিখেছেন, “এসবিএসপি এখন এনডিএ-র সঙ্গে রয়েছে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আমাদের সঙ্গে জন্য ধন্যবাদ জানাতে চাই,”। তিনি আরও লিখেছেন, “বিজেপি এবং এসবিএসপি সামাজিক ন্যায়বিচার, দেশের নিরাপত্তা এবং সুশাসন থেকে বঞ্চিত, নিপীড়িত, অনগ্রসর শ্রেণী, দলিত, মহিলা, কৃষক, যুবক এবং সমাজের সমস্ত দুর্বল অংশের ক্ষমতায়নের জন্য লড়াই করবে।” ওপি রাজভারের সঙ্গে আলোচনার পর অমিত শাহ বলেছেন, “রাজভার জির আগমন উত্তর প্রদেশে এনডিএকে শক্তিশালী করবে।” চিরাগ পাসোয়ানের এলজিপিও এর আগে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে।
Suheldev Bharatiya Samaj Party chief Om Prakash Rajbhar has decided to join the NDA alliance led by Prime Minister Narendra Modi. I welcome him to the NDA family, tweets Union Home Minister Amit Shah pic.twitter.com/SQnvsZHrCJ
— ANI (@ANI) July 16, 2023
এসবিএসপি ২০১৭ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াইয়ে নামে। ওম প্রকাশ রাজভার যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় ২০১৯ সাল পর্যন্ত মন্ত্রী হিসাবে তার দায়িত্বও সামলেছেন, পরে “জোটবিরোধী কার্যকলাপের” জন্য তাঁকে বরখাস্ত করা হয়েছিল।
তখন এসবিএসপি সমাজবাদী পার্টির সঙ্গে জোটবদ্ধ হয়ে ২০২২ সালের বিধানসভা নির্বাচনে লড়েছিল। অখিলেশ যাদবের পার্টির সঙ্গে রাজভারের জোট ২০২২ সালের রাজ্য নির্বাচনে ‘পূর্বাঞ্চল’-এর অংশগুলিতে বিজেপির তুলনামূলকভাবে খাপার পারফরম্যান্সের অন্যতম কারণ বলেই ধারণা বিজেপির সিনিয়র নেতাদের। কিন্তু গত বছরের জুলাইয়ে ওমপ্রকাশ রাজভর এসপির সঙ্গে জোট ছেড়ে বেরিয়ে আসেন।