Skip to content

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গর্ভবতী পরিচারিকা! বিয়েতে নারাজ অভিযুক্ত

Local-18

মালদহ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকার সঙ্গে একাধিকবার সহবাস। মহিলা গর্ভবতী হলে বিয়ে করতে নারাজ অভিযুক্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। এমনকি জোরপূর্বক গর্ভপাত করানোর চেষ্টার অভিযোগ। মালদহ জেলার হরিশচন্দ্রপুর-১ নং ব্লকের বিতোল গ্রামের ঘটনা। বছর ৩৫-এর ওই নির্যাতিতা মহিলা বৃহস্পতিবার রাতে হরিশচন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বিরুদ্ধে।অভিযোগের পর থেকেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত।এই নিয়ে হরিশচন্দ্রপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নির্যাতিতা মহিলার স্বামী প্রায় দুই বছর ধরে ভিন রাজ্যে কর্মরত ছিল। অভাবের সংসারে প্রতিবেশির বাড়িতে পরিচারিকার কাজ শুরু করেন তিনি সন্তানের মা ।দারিদ্রতার সুযোগ নিয়ে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি ও টাকার প্রলোভন দেখিয়ে ওই মহিলার সঙ্গে একাধিকবার যৌন সম্পর্কে জড়িয়ে পড়েন অভিযুক্ত । বর্তমানে তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।সেই কারনে তিনি বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু অভিযুক্ত এখন বিয়ে করতে অস্বীকার করছে। এমনকি অভিযুক্তের পরিবারের লোকেরা তাকে হুমকিও দিচ্ছে বলে অভিযোগ।

আরও পড়ুন-বেহালার পর নদীয়া! চতুর্থ শ্রেণির ছাত্রকে পিষে দিল পিক আপ ভ্যান, বিক্ষোভ স্থানীয়দের

আরও পড়ুন-মাছ ধরার জালে এটা আবার কী! সামনে যেতেই আঁতকে উঠল গ্রামবাসীরা, ব্যাপক চাঞ্চল্য এলাকায়

নির্যাতিতার অভিযোগ,বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিকবার যৌন সম্পর্ক করেছে।এর ফলে তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন।এখন বিয়ে করতে অস্বীকার করছে অভিযুক্ত।পাঁচ মাসের অন্তঃসত্ত্বার কথা জানতে পেরে অভিযুক্তের পরিবারের লোকেরা জোরপূর্বক ভাবে ডাক্তারের কাছে গর্ভপাত করাতে নিয়ে যায় বলে অভিযোগ।গর্ভপাত করাতে অক্ষম হলে তিন দিন ধরে তাকে লুকিয়ে রাখে।এবং এই বিষয়ে কারোর কাছে মুখ খুললে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। অভিযুক্তের বাড়িতে এই বিষয়টি সম্পর্কে জানতে গেলে তারা কেউ মুখ খুলতে চাননি।তারা সাফ জানিয়ে দেন তারাও আইনের পথে যাবেন। হরিশচন্দ্রপুর থানার পুলিশ জানান,অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। শুক্রবার চাঁচল মহকুমা আদালতে বিচারকের কাছে নির্যাতিতার জবানবন্দী হয়েছে।

হরষিত সিংহ

Published by:Riya Das

First published:

Tags: Local18, Malda News, West bengal

বার্তা সূত্র