Skip to content

বিদেশীদের হাতে যেন না যায় রাজনীতি

বিদেশীদের হাতে যেন না যায় রাজনীতি

দেশের রাজনীতি বিদেশীদের হাতে চলে যাচ্ছে– অভিযোগটা যেমন সত্য, তেমনি এর ধারাবাহিকতাও আমাদের মনে রাখা দরকার। আজকাল রাজনীতিতে মানুষের মন নেই। মন না থাকার কারণ এই না যে, তাদের দুঃখ কষ্ট বা বেদনা নেই। না তাদের সব চাওয়া পাওয়ার মীমাংসা হয়ে গেছে। মূলত দুনিয়ার কোনো দেশের কোনো সমাজেই এখন তারুণ্যের ভেতর রাজনীতি খুঁজে পাবেন না। তাদের মনোজগৎ সম্পূর্ণ বদলে গেছে। যে সময়টায় আমরা বড় হচ্ছিলাম তখন দেশে নানা ধরনের অশান্তি আর অপশাসন চলছিল। একজন সামরিক জান্তা আর একদল সিভিলিয়ানের শাসনে পার্থক্য তো থাকবেই। সিভিলিয়ান বা নাগরিক শাসনের জন্য যেসব রাজনৈতিক দল থাকে, তাদের আর যাই হোক জনগণের কথা মাথায় রেখে কাজ করতে হয়। ওই দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগ একটি বিশাল ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। বিএনপি তার ছায়া অনুগামী না হলেও বড় শক্তি। দল বনাম শক্তি এ দুইয়ের লড়াইয়ে এখন বাংলাদেশের মানুষ ক্লান্ত। অন্যদিকে তারুণ্যের উপস্থিতি নেই কোথাও। 

বিদেশীদের হাতে বা তাদের অভিভাবকত্বে যদি রাজনীতি চলে যায় বা যাবার কোনো আশঙ্কা তৈরি হয়, তার জন্য প্রধানত দায়ী হবে শাসক দল। তাদের উচিত দেশের মানুষকে সঙ্গে রাখা। কেননা, বিদেশীদের হাত থেকে দেশের রাজনীতি বাঁচাবে দেশের মানুষ। কিন্তু নিরপেক্ষভাবে বললে শাসকদলের গণবিচ্ছিন্ন হয়ে পড়ার এই প্রবণতা পুরনো। পুরনো বলছি এই কারণে, যতবার দেশে নির্বাচন হয়েছিল ততবারই তাদের নজরদারির দরকার পড়েছিল। একবার জাতীয় নির্বাচন উপলক্ষে ভারতের প্রাক্তন ক্রিকেটার প্রয়াত নবাব মনসুর আলী খান পতৌদি এসেছিলেন চট্টগ্রামে। নির্বাচন পরখ করে বলে গেছেন, না মোটামুটি ঠিকই আছে সব। এটা একটা নাম বা ঘটনা মাত্র। আমেরিকা-ইউরোপ এমনকি অস্ট্রেলিয়ার মানুষজনও বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া দেখেছেন, বারবার সফর করেছিলেন– এসব তথ্য সবারই জানা। আজকাল আমেরিকার আধিপত্য বা তাদের কথাবার্তা নিয়ে ফেইসবুক কিংবা স্যোশাল মিডিয়া যে সরগরম তা এসব কিছুরই এক ধরনের ডিজিটাল রূপান্তর। 

আওয়ামী লীগ দীর্ঘসময় ধরে দেশ শাসনে থাকায় দেশের যে উন্নতি তা অস্বীকার করার কোনো উপায় নেই। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তার পিতার স্বপ্ন অনেকটাই পূরণ করতে পেরেছেন। কিন্তু এত ছোট একটা দেশের এতবড় জনসংখ্যা সামলানো ও তাদের দেখভাল করা সহজ কিছু নয়। ওই জায়গায় তিনি যতটা সফল তার দল ততটাই প্রশ্নবিদ্ধ। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে মানুষজনের ভেতর উদ্বেগ, উৎকন্ঠা আর আবেগ বাড়ছে। রাজপথে বিএনপি ব্যর্থ হলেও ভোটের বাক্সে তাদের জন্য কী ফলাফল থাকতে পারে তা অনুমান করা কঠিন নয়। 

বার্তা সূত্র