West Bengal
oi-Sanjay Ghoshal
পঞ্চায়েত পরিকল্পনা আমূল বদলে ফেলল বিজেপি। আসন্ন পঞ্চায়েত মরশুমে রাজ্যে আসছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ বা জেপি নাড্ডারা। উল্টে বাংলার পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বিজেপি আস্থা রাখছে রাজ্যের নেতার উপরই। সুকান্ত, শুভেন্দু বা দিলীপদের উপরই আস্থা রেখে বৈতরণী পার হতে চাইছে।
ভোট ঘো।ণার আগে ঘোষণা করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ ও জেপি নাড্ডা বাংলা সফরে আসতে পারেন। তাঁরা উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গে সভা করতে পারেন। কিন্তু ভোট ঘোষণার পর তা তাঁরা বাতিল করেছেন। বিজেপির কোনো কেন্দ্রীয় নেতাই রাজ্য সফরে বা পঞ্চায়েত ভোট প্রচারে আসছেন না।

মোদী-শাহরা তাঁদের বাংলা সফর পিছিয়ে দিয়েছেন জুলাই পর্যন্ত। অর্থাৎ পঞ্চায়েত ভোট শেষ হলে বাংলায় আসবেন তাঁরা। মোদী সরকারের নবম বর্ষপূর্তি উপলক্ষে যে প্রচার পরিকল্পনা তৈরি করেছিল বিজেপি, তাও স্থগিত রাখা হচ্ছে। পঞ্চায়েত ভোট মিটলে একেবারে ২০২৪-এর প্রচার জোরদারভাবে শুরু করবে তারা।
বাংলায় পঞ্চায়েত ভোট প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য নেতৃত্বকেই। সুকান্ত মজুমদারের নেতৃত্বেই বাংলায় ভোট প্রচার চলবে। সুকান্ত মজুমদারের পাশাপাশি শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং রাহুল সিনহারাও থাকবেন প্রচারে। এছাড়া অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়দের প্রচারের মুখ করা হচ্ছে।

দিল্লির বিজেপি নেতৃত্বের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে নিজেদেরকেই লড়াই করতে হবে। বাংলার যে সমস্ত বুথে বিজেপি দুর্বল সেই বুথগুলিতে বেশি করে জোর দিতে হবে। সুকান্ত-শুভেন্দুদের পাশাপাশি নিজের নিজের নির্বাচনী ক্ষেত্রে প্রচারে জোর দিতে বলা হয়েছে সাংসদ ও বিধায়কদের।
রাজনৈতিক মহলের একাংশের মতে, বাংলার পঞ্চায়েত ভোটে বিজেপির রাজ্য নেতৃত্বের দৌড় দেখতে চাইছেন দিল্লির নেতারা। তারপর তারা ২০২৪-এর নির্বাচনের জন্য ব্লু-প্রিন্ট তৈরি করবেন। মোট কথা পঞ্চায়েত মিটলেই বাংলা নিয়ে পড়বেন মোদী-শাহরা। তাঁদের পাখির চোখ যে ২০২৪!

তাই ২০২৪-এর জন্য অন্য রাজ্যে প্রচার পরিকল্পনা প্রস্তুত হয়ে গেলেও, এ রাজ্যেও জন্য এখনই নেওয়া হচ্ছে না কর্মসূচি। মোদী, শাহ বা নাড্ডাদের দিয়ে জনসভার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, তা আপাতত বাতিল। পঞ্চায়েত নির্বাচন তাই শুধু বাংলার গ্রাম দখলের লড়াইয়ের পরীক্ষার মঞ্চ নয়, রাজ্যে বিজেপি নেতাদের অগ্নিপরীক্ষাও বটে।
তবে নিজেরা প্রচারে না এলেও প্রচার পরিকল্পনা তৈরি করে দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। কারা নিজেদের জেলার বাইরে প্রচারে যাবেন, কারা জেলায় প্রচারে থাকবেন, সমস্ত রূপরেখা তৈরি করে দেওয়া হয়েছে। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষপা কেবল রাজ্যের যে কোনো জেলায় প্রচারে যাবেন।
Oneindia এর ব্রেকিং নিউজের জন্য . সারাদিন ব্যাপী চটজলদপান.
Allow Notifications
You have already subscribed
English summary
BJP changes panchayat plan for West Bengal and depends on Sukanata majumdar and Suvendu Adhikari.
Story first published: Sunday, June 11, 2023, 21:35 [IST]