Skip to content

‘বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না’

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, ফাইল ছবি।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আওয়ামী লীগ যারা করি, যারা বঙ্গবন্ধুর সন্তান তারা একটি সমৃদ্ধ বাংলাদেশ চাই। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই। আমাদেরকে এখন জনগণের কাছে যেতে হবে। 

 

তিনি বলেন, যাদের সকল নেতারাই দুর্নীতিবাজ সেই বিএনপি যদি কোন ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে পারে। তবে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। এই অবস্থা যেন না করতে পারে, সেটা জনগণকে বুঝাতে হবে।’

 

সোমবার (৩ জুলাই) বিকেলে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

 

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারন সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। আগামী ১৪ জুলাই মন্ত্রী আবার নেতা-কর্মীদের সঙ্গে বসবেন বলে জানান।

 

এসময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার এবং তার নেতৃত্বে স্বাধীন ভাবে এবং অত্যন্ত স্থিতিশীল ভাবে জীবন যাবন করছি। বিএনপি জামায়াতের যারা আছে, তাদের এই বিষয়টি সহ্য হচ্ছে না। তারা অস্থিতিশীল অবস্থা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আপনারা বঙ্গবন্ধুর সৈনিক এবং জননেত্রী শেখ হাসিনার শক্তি, আপনারা বিএনপি-জামায়াতের অস্থিতিশীল অবস্থা সৃষ্টি চেষ্টাকে স্ব স্ব জায়গা থেকে প্রতিহত করবেন।

এ সময় মন্ত্রী আরো বলেন, ‘আমরা এখন স্থিতিশীলভাবে বসবাস করছি। বিএনপি-জামায়াত সেটা পছন্দ করছে না। তারা অস্থিতিশীল করতে চায়। এমন হলে জনগণকে নিয়ে প্রতিহত করবো। কোনো ধরণের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসে তাহলে দেশ আর দেশ থাকবে না।’

 

মন্ত্রী তাঁর বক্তব্যে নিজ নির্বাচনী এলাকা কসবা ও আখাউড়ার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন। ইতিমধ্যেই তিনি ১৫২৫ জনকে সরকারি চাকরি দিয়েছেন।

 

তিনি আখাউড়া পৌর সভার মেয়র তাকজিল খলিফা কাজলকে উদ্দেশ্য করে বলেন, মেয়র সাহেব, আখাউড়ার জনগণের রেলওয়ে স্টেশনে নামার পর খুব বিরক্ত হয়। কারণ আখাউড়া এক পাশে বাজার, আরেক পাশে সিএনজি স্ট্যান্ড। আমি ওসি সাহেবকে বলেছি, স্টেশনের পাশে মাইক্রোবাস যেখানে থাকে সেখানে সিএনজি স্ট্যান্ড নিয়ে যেতে। যেন সড়কটা ফাঁকা থাকে। এই সড়কটি সংস্কার করতে টেন্ডার ইতিমধ্যে হয়ে গেছে।

 

এসময় মেয়রকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‍‍`এখন আখাউড়া-কসবার জনপ্রতিনিধি হিসেবে আপনার কাছে আমার অনুরোধ, সেখানে বাজার বসাবেন না। নাহলে আমি এখানের প্রতিনিধি হিসেবে আমি জানি, নাহলে আমি ব্যবস্থা নিব‍‍`।

 

একুশে সংবাদ/এসএপি



বার্তা সূত্র