India
oi-Sanjay Ghoshal
বিআরএস আর বিজেপির একই বন্ধনীতে রাখল কংগ্রেস। কংগ্রেসের মতে বিআরএস আর বিজেপি এক। তাই ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএসের জায়গা নেই ২০২৪-এর বিরোধী জোটে। কেসিআরের দলকে ছাড়াই বিরোধী জোট গড়ার বার্তা দিয়ে রাখল কংগ্রেস।
কংগ্রেসের সর্বভারতী. সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী ও সাধারণ সম্পাদক বেণুগোপাল দলের তেলঙ্গানা ইউনিটের সঙ্গে বৈঠকের পর সাফ জানিয়ে দিয়েছে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরের ভারত রাষ্ট্র সমিতি পাটনায় বিরোধী জোটের মিটিং এড়িয়ে গিয়েছিল, তাদের আর কোনো স্থান নেই জোটে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর নেতৃত্বাধীন ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ বিরোধী জোটের অংশ হবে না বলে কংগ্রেসের পক্ষে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। তেলেঙ্গানার প্রাক্তন সংসদ সদস্য ও তাঁর অনুগামীদের সঙ্গে কৌশলগত বৈঠক করে কংগ্রেস।
তারপর দিল্লিতে কংগ্রেস সদর দফতরে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, তেলেঙ্গানা ছেড়ে স্রোত আসছে কংগ্রেসের দিকে। তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি যারা এখন ভারত রাষ্ট্র সমিতি হয়েছে, তাদের ৩৫ জন নেতা কংগ্রেসে যোগ দেবেন। তেলেঙ্গানায় এবার কংগ্রেস তাদের প্রবলতর প্রতিপক্ষ হয়ে ফিরে আসছে।
সেইসঙ্গে তারা জানিয়েছে বিজেপি বিরোধী মহাজোটেও বিআরএসকে কোনো দরকার নেই। কারণ বিজেপি আর বিআরএস এক। তারা আগেও বিজেপির পক্ষ নিয়েছিল, এখনো তারা বিজেপির পক্ষ নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই পাটনার বৈঠক তারা এড়িয়ে গিয়েছে।

কংগ্রেস তেলেঙ্গানার শাসকদল বিআরএসকে একহাত নিয়ে জানিয়েছে, এ বথরই তেলেঙ্গানায় নির্বাচন। এই নির্বাচনে বিআরএসকে হারিয়ে কংগ্রেস তেলেঙ্গানায় সরকার প্রতিষ্ঠা করবে। আগামী বছরের লোকসভা ও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছে বিআরএস, তার জবাবও পাবে ওই নির্বাচনে।
মহারাষ্ট্রের কংগ্রেস নেতারাও বিআরএসকে বিজেপির বি-টিম বলে আখ্যা দিয়েছে। মঙ্গলবার তাঁরা অভিযোগ করেন, বিআরএস বিজেপির সঙ্গে কাজ করছে। বিআরএস-বিজেপি এক ছাড়া আর কিছুই নয়। তাই কোনো জোট হবে না ওদের সঙ্গে। বিআরএসও পাটনায় বিরোধীদের বৈঠকের সমালোচনা করেছে।
Oneindia এর ব্রেকিং নিউজের জন্য . সারাদিন ব্যাপী চটজলদপান.
Allow Notifications
You have already subscribed
English summary
Telangana: Congress says BJP and BRS are same and so no alliance with KCR’s party.
Story first published: Tuesday, June 27, 2023, 23:39 [IST]