Sunday, January 19, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

বায়ুদূষণের শীর্ষে হ্যানয়, ঢাকার পরিস্থিতি ‘খুব অস্বাস্থ্যকর’

বিশ্বের বিভিন্ন শহরে বিবিধ কারণে দিন দিনই বাড়ছে বায়ুদূষণের মাত্রা। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছুদিন ধরেই বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় উপরের দিকেই রয়েছে রাজধানী ঢাকা।

আজ বুধবার (০৮ জানুয়ারি) সকালে শহরটির বাতাসে দূষণ ভয়াবহ অবস্থায় রয়েছে।

সকাল ৭টা ৩৭ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২২৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকাতে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।

আইকিউএয়ারের তালিকাতে একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকাতে শীর্ষে ২৩৪ স্কোর নিয়ে ভিয়েতনামের হ্যানয় শহর। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা, যার স্কোর ২২৩। এ ছাড়া ১৯৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, ১৯১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে উত্তর মেসিডোনিয়ার শহর স্কোপজে এবং পঞ্চম অবস্থানে থাকা কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কিনশাসা, যার স্কোর ১৯০।

উল্লেখ্য, দূষণ স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা বিপজ্জনক বলে বিবেচিত হয়।

পাঠক প্রিয়