Skip to content

বাউবির এইচএসসিতে পাশের হার ৯৯.৯৯

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাশের হার শতকরা ৯৯ দশমিক ৯৯২ ভাগ।

ইতঃপূর্বে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এমন নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ৬৪ হাজার ৯৯৫ জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৬৪ হাজার ৯৯০ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৪ জন ‘এ(+)’ ৬৯১ জন ‘এ’ ৪ হাজার ৭০২ জন ‘এ(-)’ ১৭ হাজার ১৭৯ জন ‘বি’, ৩৬ হাজার ২৯৩ জন ‘সি’ এবং ৬ হাজার ১২১ জন ‘ডি’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩৬ হাজার ২২৫ জন ছাত্র এবং ২৮ হাজার ৭৩৫ জন ছাত্রী। রোববার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক আবুল কাসেম শিকদার এ তথ্য জানিয়েছেন।

বিস্তারিত জানার জন্য https://exam.bou.edu.bd/  http://www.bou.ac.bd/result.php সাইটে যোগাযোগ করতে বলা হয়েছে।