Sunday, January 19, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

বাংলাদেশে সাধারণ মানুষের নিরাপত্তা চেয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান

আজিজুল আম্বিয়া, লন্ডন: বাংলাদেশে মবজাষ্ট্রিজ, অন্যায়-অনিয়ম, দেশব্যাপী সহিংসতা এবং ধর্মীয় উগ্রবাদের উত্থান, সংখ্যালঘু নির্জাতন ও সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তার দাবী জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করেছে ’’এনআরবি রাইট ইন্টারন্যাশনাল ইউকে’’ নামের একটি মানবাধিকার সংগঠন।

১৭ ডিসেম্বর মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস ১০নং ডাউনিং ষ্ট্রীটে স্মারকলিটি পৌঁছে দেন সংগঠনের প্রেসিডেন্ট আব্দুল কাদির চৌধুরী মুরাদ, সেক্রটারী শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, ইয়াছিন সুলতানা পলিন ও কিটন শিকদার।

স্মারক লিপিতে বাংলাদেশের শীর্ষস্থানীয় ইংরেজী দৈনিক ডেইলী ষ্টার এর প্রতিবেদন মানবাধিকার কর্মি এবং নির্জাতিত মানুষের উদৃতি উল্লেখ করে বলা হয় চলতি বছরের ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর দেশব্যাপী ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তরবর্তি কালীন সরকারের অধীনে প্রতিদিনই চলছে দেশব্যাপী মব-জাষ্ট্রিজ, দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধর্মালম্বী ও ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মুসলিম সহ ধর্মীয় সংখ্যালঘুর উপর চলছে নিপীড়ন নির্যাতন ।

সমগ্র দেশে সাংবাদিক, মানবাধিকারকর্মি, সহ বিভিন্ন পেশাজীবিরাও নিরাপত্তা হীনতায় ভুগছে। কয়েক হাজার পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। চিহ্নিত ক্রিমিনাল এবং সাজাপ্রাপ্তদের মুক্ত করে দিয়েছে সরকার।

মিথ্যা মামলায় কোন ওয়ারেন্ট ছাড়াই অসংখ্য মানুষকে গ্রেফতার করা হচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষসহ পাহাড়ি উপজাতিরাও।

উগ্রবাদিরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে অভিন্ন ধর্ম বর্ণ ও জাতি গোষ্ঠীর মানুষদের। এমন অবস্থাতে পুলিশও কোন মামলা বা সহযোগিতায় সঠিক ভূমিকা পালন করতে পারছেনা। রাষ্ট্রীয় নিরাপত্তায় ও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিকভাবে স্তিমিত করে রাখা হয়েছে। স্মারকলিপিতে বাংলাদেশের ব্যাপারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

সূত্র লিংক

পাঠক প্রিয়