Thursday, January 16, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

বাংলাদেশে ‘সংখ্যালঘু নির্যাতন’ বন্ধে মোদী সরকারের হস্তক্ষেপ চান প্রিয়াঙ্কা

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে অভিযোগ তুলে এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী।

সোমবার লোকসভায় কংগ্রেস থেকে নির্বাচিত এ সংসদ সদস্য এ আহ্বানে জানানোর খবর দিয়েছে ইন্ডিয়া টুডে ও ইন্ডিয়ান এক্সপ্রেসহ ভারতের বেশ কিছু সংবাদমাধ্যম।

গত নভেম্বরে প্রথমবারের মত নির্বাচনে নেমে এমপি হিসেবে জয়ী হওয়া প্রিয়াঙ্কা গান্ধী লোকসভায় দাঁড়িয়ে বলেন, “সরকারের উচিত বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিষয়টি তুলে ধরা।

“বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা উচিত এবং যারা কষ্ট পাচ্ছে তাদের সমর্থন করা উচিত।”

এদিন ‘প্যালেস্টাইন লেখা’ ব্যাগ নিয়ে লোকসভায় যান প্রিয়াঙ্কা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজেপিসহ বিভিন্ন রাজনৈতিক দল তার সমালোচনা শুরু করেন।

লোকসভা থেকে বের হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সমালোচনার জবাব দিতেও বাংলাদেশ প্রসঙ্গ টানেন প্রিয়াঙ্কা।

তিনি বলেন, “তাদের (বিজেপি সংসদ সদস্যদের) বলুন বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিষয়ে কিছু করতে; এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে; আর বলুন এসব অর্থহীন সমালোচনা থামাতে।”

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক্স হ্যান্ডেলে তার বক্তব্যের ভিডিও প্রচার করা হয়।

ছাত্র-জনতার প্রবল গণ আন্দোলনে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘু ও হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ করা হচ্ছে ভারতের তরফে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের গ্রেপ্তার ও জামিন না দেওয়ার পর দেশটিতে বিক্ষোভের মধ্যে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনাও ঘটেছে।

এ নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে বক্তব্য ও পাল্টা বক্তব্য চলার মধ্যে গত সপ্তাহে একদিনের জন্য বাংলাদেশ সফরে এসেছিলেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

ভারতে ফিরে দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সভায় মুখোমুখি হয়ে তিনি বলেছেন, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ঢাকার অন্তর্বর্তী সরকার।

এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশকে নিয়ে একটি মন্তব্যের জের ধরেও আলোচনা হয়েছে ঢাকায়।

একাত্তরে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের বিজয়কে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ মন্তব্য করে সোমবার মোদী ফেইসবুকে একটি পোস্ট দেন। পরে এর প্রতিবাদ জানান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মোদীর পোস্টের স্ক্রিনশট যুক্ত করে আসিফ নজরুল নিজের ফেইসবুকে লেখেন, “তীব্র প্রতিবাদ করছি। ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়।”

সূত্র লিংক

পাঠক প্রিয়