Skip to content

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী মোদীর দাবি তার আমলেই উন্নতি হয়েছে দু’দেশের সম্পর্কের

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী মোদীর দাবি তার আমলেই উন্নতি হয়েছে দু'দেশের সম্পর্কের

শুক্রবার ৮ অগাস্ট নিজের বাসভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে দুই দেশের জন্যই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে নরেন্দ্র মোদী জানান, শেখ হাসিনার সঙ্গে তার আলোচনা ফলপ্রসূ হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার তিন দিনের সফরে ভারতে পৌঁছেছেন। শুক্রবার ভারতের রাজধানী দিল্লি এসে পৌঁছন তিনি। সঙ্গে ছিলেন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।

তিনি পৌঁছানোর পর পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ীই রীতি ভেঙে বাংলাদেশ প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের বাসভবনে বৈঠক করেন নরেন্দ্র মোদী।

বৈঠক শেষে নিজের এক্স হ্যান্ডেল (পূর্বে ট্যুইটার)-এ বাংলায় বৈঠক বিষয়ে লেখেন মোদী। সেখানে তিনি লেখেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক।” তারপরই তিনি উল্লেখ করেন কী কী বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী লেখেন, “আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল।’

মোদীর এই পোস্ট নিয়ে কূটনৈতিক বিশেষজ্ঞদের মত, মোদী আসলে বোঝাতে চেয়েছেন তার মেয়াদকালেই ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নতি হয়েছে, অগ্রগতি পেয়েছে। সেটাই বোঝাতে চেয়ে গত ৯ বছরের কথা উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী।

শনিবার ৯ অগাস্ট সকাল থেকে শুরু হবে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির দু-দিনের সম্মেলন। বাংলাদেশ ওই গোষ্ঠীর সদস্য নয়। কিন্তু ভারত জি-২০ গোষ্ঠীর সভাপতিত্ব পাওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানান। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে একমাত্র বাংলাদেশকেই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

শেখ হাসিনা ছাড়াও শুক্রবারই বিশ্বের আরও দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন মোদী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যামানুয়েল ম্যাক্রোঁ-র সঙ্গে একান্ত বৈঠক সারবেন তিনি। প্রেসিডেন্টর সঙ্গে বৈঠক খুবই উল্লেখযোগ্য বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। পরমাণু চুল্লি, দ্রুতগতির বিমান কেনার বিষয়ে দুই রাষ্ট্র প্রধানের কথা বলার বিষয় রয়েছে।

সূত্র: ভয়েজ অব আমেরিকা