Skip to content

‘বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে ডিন্যাশনালাইজ করা হয়েছে’

‘বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে ডিন্যাশনালাইজ করা হয়েছে’

‘বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে ডিন্যাশনালাইজ করা হয়েছে’

নিজস্ব বার্তা পরিবেশক : বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩

রাষ্ট্রধর্ম ইসলাম করার মধ্য দিয়ে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে ডিন্যাশনালাইজ করা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্ত বীর উত্তম-এর স্মরণসভায় নেতৃবৃন্দরা এসব কথা বলে।

স্মরণসভায় প্রয়াত সি আর দত্তকে একজন দেশপ্রেমিক ও খাঁটি বাঙালি হিসেবে উল্লেখ করে সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব, বিশিষ্ট সাংবাদিক,বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব বলেন, আমরা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলমান সবাই মিলে মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা এনেছি। সেই স্বাধীনতার চেতনাকে পুনরায় জাগ্রত করতে হবে। আজ স্বাধীনতার চেতনাকে পুনরায় হত্যা করতে অপশক্তি সক্রিয় আছে। এদেরকে রুখে দাঁড়াতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলমান সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সি আর দত্তের স্মৃতি স্মরণ করে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. রাণা দাশগুপ্ত বলেন, মুক্তিযুদ্ধ করে আমরা যে অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম, সেই বাংলাদেশ আমরা ধরে রাখতে পারিনি। পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকা-ের পরে সেই বাংলাদেশের যাত্রা অব্যাহত রাখতে পারিনি। বাংলাদেশ আবার পাকিস্তানের মতো সাম্প্রদায়িক হয়ে গেছে। রাষ্ট্রধর্ম ইসলাম করার মধ্য দিয়ে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে ডিন্যাশনালাইজ করা হয়েছে। মুক্তিযুদ্ধ করে অর্জন করা বাংলাদেশে আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করতে হচ্ছে- এটা রাষ্ট্র এবং সকল রাজনৈতিক দলের জন্য লজ্জার।

স্মরণসভার শুরুতে প্রয়াত চিত্তরঞ্জন দত্তের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এরপর তেঁজগাও চার্চ কয়ারের শিল্পীবৃন্দ দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন। কবিতা আবৃত্তি করেন ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য জয়ন্তী রায়। স্মরণসভায় চিত্তরঞ্জন দত্তের জীবনী পাঠ করেন ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য সাংবাদিক বাসুদেব ধর।

ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊষাতন তালুকদার, প্রেসিডিয়াম সদস্য সাংবাদিক স্বপন সাহা, মঞ্জু ধর, ভিক্ষু সুনন্দপ্রিয়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার। সভা সঞ্চালনা করেন ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।



বার্তা সূত্র