বলিউড সিনেমায় নানা সময়ে উঠে এসেছে নারীদের সংগ্রাম ও বিজয়গাঁথার নানান কাহিনী। সিনেমা মানে নারীর গ্ল্যামার নয়, এ ধারণার পরিবর্তন হয়েছে। এই দিনে জেনে নিন নারীদের প্রেরণা যোগানো তেমনই দশটি ছবি সম্পর্কে।
মাদার ইন্ডিয়া: নারীকেন্দ্রিক চরিত্র নিয়ে বলিউডের ছবির কথা বলতে গেলে সবার প্রথমেই যে ছবিটি মনে আসে তা হলো ‘মাদার ইন্ডিয়া’। মাদার ইন্ডিয়া এতটাই সাড়া ফেলেছিল যে, প্রথম বলিউডের ছবি হিসেবে মনোয়ন পেয়েছে অস্কারেও। স্বাধীনতা পরবর্তী ভারতের সামাজিক অবস্থা পূনর্গঠনে এ ছবিটি একটি নতুন দিগন্তের দ্বার উন্মোচন করেছিল। মেহবুব খান পরিচালিত ছবিটিরে নাম চরিত্রে অভিনয় করেছিলেন খ্যাতিমান অভিনেত্রী নার্গিস খান।
লিপস্টিক আন্ডার মাই বোরখা: অলঙ্কৃতা শ্রীবাস্তবের এই নারীকেন্দ্রিক ছবির মূল কাহিনী ৪ মহিলার গল্প নিয়ে। যারা পুরুষতন্ত্রের বেড়াজালে অনেকটাই পিছিয়ে থেকে স্বপ্ন দেখতে বাধ্য হন। ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কঙ্কণা সেন শর্মা, রত্না পাঠক শাহ প্রমুখ।

ফ্যাশন: মাধুর ভান্ডরকারের ফ্যাশন সিনেমাটি তোলপাড় তুলেছিল বলিউড জগতে। শোবিজ জগতে নারী তারকাদের কত প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় এ নিয়েই ছিল ছবিটির মূল গল্প। ছবিটি বক্স অফিসেও ছিল বেশ সফল। জিতে নিয়েছিল ফিল্ম ফেয়ারের বেশ কয়েকটি পুরস্কারও। ছবিটির মূল দুইটি চরিত্রে কাজ করেন প্রিয়াংকা চোপড়া ও কঙ্গনা রানাওয়াত।
পারছেদ: অজয় দেবগন প্রযোজিত ছবি ‘পারছেদ’ পরিচালনা করেছেন লীনা যাদব। ছবিতে নারীর বিরুদ্ধে যৌতুক প্রথা, শারীরিক বর্বরতা, জোর করে বিয়ে দেওয়া, ধর্ষণ ও মানসিক যন্ত্রণার কথা বলা হয়েছে। ‘পারছেদ’ ছবিতে অভিনয় করেন রাধিকা আপ্তে, সুরভিন চাওলা ও তানিষ্ঠা চ্যাটার্জি।
মার্গারিটা উইথ এ স্ট্র: পক্ষাঘাত গ্রস্থ মেয়ের জীবন নিয়ে তৈরি হয়েছে ‘মার্গারিটা উইথ এ স্ট্র’ ছবির গল্প। মূল চরিত্র লীলার ভূমিকায় অভিনয় করেছেন কালকি কোচলিন। পরিচালক সোনালি বোসের কাজিন মালিনি ছিবের লেখা অটোবায়োগ্রাফি “ওয়ান লিটিল ফিংগার’ অনুকরণে তৈরি হয়েছে সিনেমাটি।
কুইন: ভিকাস বেহেলের ‘কুইন’ দিল্লির রক্ষণশীল পরিবারের অতিসাধারণ এক মেয়ের গল্প বলে যে ঘরের বাইরে একা কখনো পা রাখেনি। বিয়ে ভেঙে যাওয়ার পর রানী নামের সেই মেয়েটিই একা একা প্যারিস ঘুরতে বেরিয়ে পড়ে। আর সেই যাত্রাতেই রানী আবিষ্কার করে নারী হিসেবে তার স্বাধীন সত্তাকে। রানী চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন কঙ্গনা।
নো ওয়ান কিলড জেসিকা: ১৯৯৯ সালে সংঘটিত নয়াদিল্লীর উঠতি মডেল জেসিকা লালের হত্যাকাণ্ডের সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত সিনেমা ‘নো ওয়ান কিলড জেসিকা’। ধান চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান ও রানী মুখার্জি।
দ্য ডার্টি পিকচার: ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবনী নিয়ে নির্মিত হয় ছবিটি। এতে নায়িকা চরিত্রে অভিনয় করেন বিদ্যা বালান। একজন নারীর শূন্য থেকে তারকা হয়ে ওঠা। খ্যাতির চূঁড়ায় পৌছে গিয়ে জীবনের প্রতি বিতৃষ্ণা নিয়ে মৃত্যুবরণ- এই ছবিটির গল্প। তবে এর ভেতরে ফুটে ওঠেছে পুরুষতান্ত্রিক সমাজে নারীর অসহায়ত্ব, শরীর ও মনের উপর অত্যাচার, একজন নারীকে তারকা হয়ে ওঠতে গিয়ে নানা রকম প্রতিবন্ধকতা ও আপোষের নানা করুণ চিত্র।
লজ্জা: নারীকেন্দ্রীক চরিত্র নিয়ে নির্মিত আরও একটি উল্লেখযোগ্য বলিউডের ছবি বলা যেতে পারে ‘লজ্জা’কে। একঝাক নারী তারকাকে নিয়ে নির্মিত ছবিটিতে মূলত ফুটিয়ে তোলা হয়েছিল ভারতীয় সমাজে নারীর উপর পুরুষের অযাচিত আগ্রাসনকে। ছবিটিতে অভিনয় করে রেখা, মহিমা চৌধুরী, মাধুরী দিক্ষীত ও মনিষা কৈরালা।
পিংক: ২০১৬ সালে মুক্তি পাওয়া বলিউডের সেরা কয়েকটি ছবির মধ্যে ‘পিংক’ অন্যতম। কোনো সমাজে নারীদের একা বসবাস করাটা কতটা গুরুতর অপরাধ হিসেবে ভাবা হয় সেই নির্মম সত্যগুলোই পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী তার পিংক ছবিটির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।